বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের ষষ্ঠ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দারুণভাবে শুরু করেছে বাংলাদেশ। প্রথমার্ধে কাউন্টার অ্যাটাকে বেশ কিছু সুযোগ তৈরি করেছে টাইগাররা। সঙ্গে জমাট রক্ষণে বলতে গেলে বাক্স বন্দী করে রেখেছে আফগানদের।
ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজীর অভিষেকের দিনে মূল একাদশে তেমন চমক রাখেনি জাতীয় দলের কোচ জেমি ডে।
গোলকিপার হিসেবে রাখা হয়েছে আনিসুর রহমান জিকোকে। রক্ষণে তপু বর্মন, রিয়াদুল রাফি, তারিক কাজী ও রহমত মিয়াকে রাখা হয়েছে। মাঝমাঠে রাখা হয়েছে জামাল ভূঁইয়া ও সোহেল রানাকে। আক্রমণভাগ সাজানো হয়েছে বিপলু আহমেদ, রাকিব হোসেন মতিন মিয়াকে নিয়ে।
আর জেমি ফরমেশন খেলিয়েছেন জেমি ৪-৩-২-১ কৌশলে।
আফগানদের সঙ্গে প্রথম ম্যাচে এক গোলে হারা বাংলাদেশ আজকের ম্যাচ শুরু করে জমাট রক্ষণ আর কাউন্টার অ্যাটাক কৌশল নিয়ে। সেটাতে প্রথমার্ধে বেশ সক্রীয় দেখিয়েছে জাতীয় দলকে।
ফিফা র্যাঙ্কিংয়ে ঢের এগিয়ে থাকা ইউরোপ নির্ভর খেলোয়াড়দের নিয়ে গঠিত আফগানরা বল দখলে বেশ এগিয়ে ছিল। কাউন্টার অ্যাটাকে কিছু দারুণ মুহূর্ত উপহার দিয়েছেন জামাল-মতিন-রাকিবরা।
ম্যাচের প্রথম গোলের সুযোগটা তৈরি করে বাংলাদেশ। ম্যাচের ১৫ মিনিটে প্রায় ৩৫ গজ থেকে নেয়া তপু বর্মনের শট গ্লাভসবন্দী করতে তেমন কষ্ট করতে হয়নি আফগানিস্তানের গোলকিপার ওভাইস আজিজির। এক মিনিট পর আরেকটি আক্রমণ সাজায় বাংলাদেশ। ১৬ মিনিটে বল নিয়ে ডি-বক্সের ভেতরে ঢুকে পড়েন মাসুক মিয়া জনি। বলটা এগিয়ে দেন সামনে থাকা সতীর্থের কাছে। বলটি রক্ষণে বাধা পেয়ে বিপদমুক্ত হলেও হ্যান্ডবলের আবেদন করেন জামাল ভূঁইয়া। তাতে অবশ্য সাড়া দেননি ইরানের রেফারি মওউদ বুনিয়াদিফার্ড।
এবার কাউন্টার অ্যাটাকে গোলের সুযোগ তৈরি করে আনুশ দস্তগিরের আফগানিস্তান। ১৮ মিনিটে আফগানি ফরোয়ার্ড আমির শারিফির একটি শট বাংলাদেশের রক্ষণে লেগে দিক পরিবর্তন করে জালে ঢোকার সময় পা দিয়ে দারুণ বিপদমুক্ত করেন আনিসুর রহমান জিকো।
এভাবেই এগিয়ে যাওয়া ম্যাচের ২৮ মিনিটে নিজেদের প্রথম কর্নারটি আদায় করে নেয় বাংলাদেশ। জামাল ভূঁইয়ার নেয়া নিচু কর্নার কিক বিপদমুক্ত করে আফগান রক্ষণ।
ম্যাচের ৩৩ মিনিটে আরেকটি ভালো আক্রমণ নশ্যাৎ করে দেন জিকো। ডান প্রান্ত থেকে শারিফির সঙ্গে ওয়ান টু ওয়ানে বিট করে ডান প্রান্ত থেকে ক্রসের বদলে শট নেন আফগান অধিনায়ক ফারশাদ নূর। তার নেয়া শট দারুণভাবে থামিয়ে দিয়ে বিপদমুক্ত করেন জিকো।
ছেড়ে দেয়নি বাংলাদেশও। ম্যাচের ৩৮ মিনিটে দারুণ এক কাউন্টার অ্যাটাকের প্রচেষ্টা আসে বাংলাদেশের কাছ থেকে। শেষ পর্যন্ত বল পেয়ে ডি-বক্সের অনেক বাইরে থেকে শট নেন মতিন। বল গোলবারের অনেক বাইরে চলে গেলে আরেকটি সুযোগ হারায় লাল-সবুজরা।
শেষপর্যন্ত গোলশূন্য থেকে বিরতিতে যায় ম্যাচ।
বাংলাদেশের মূল একাদশ:আনিসুর রহমান, তপু বর্মন, রিয়াদুল হাসান, রহমত মিয়া, তারিক কাজী, জামাল ভূঁইয়া, মাসুক মিয়া, সোহেল রানা, রাকিব হোসেন, বিপলু আহমেদ ও মতিন মিয়া।