বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অভিষেক হচ্ছে তারিকের, বাংলাদেশের ‘ভিন্ন একাদশ’

  •    
  • ৩ জুন, ২০২১ ১৯:৩৫

মাঝমাঠের শক্তি বাড়াতে ৪-২-৩-১ ফরমেশনে খেলাতে চলেছেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে।

আর কিছুখনের মধ্যেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আফগানরদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে জাতীয় দলের হয়ে অভিষেক হচ্ছে ফিনল্যান্ড প্রবাসী ফুটবলার তারিক কাজীর। আফগানদের সঙ্গে প্রথম ম্যাচের স্কোয়াড থেকে আজকের মূল একাদশে পরিবর্তন এসেছে সাতটি।

গোলকিপার হিসেবে রাখা হয়েছে আনিসুর রহমান জিকোকে। কাতারের বিপক্ষে অভিষেক হয়েছিল কিংসের এই গোলকিপারের। আফগান ম্যাচে তার উপরেই ভরসা রাখতে রাখছেন জেমি।

রক্ষণে তপু বর্মন, রিয়াদুল রাফি, তারিক কাজী ও রহমত মিয়াকে রাখা হয়েছে। মাঝমাঠে রাখা হয়েছে জামাল ভূঁইয়া ও সোহেল রানাকে। আক্রমণভাগ সাজানো হয়েছে ডান পাশে বিপলু আহমেদ ও বামপ্রান্তে রাকিব হোসেনকে রেখে। সামনে রাখা হয়েছে মতিন মিয়াকে।

এবার মাঝমাঠের শক্তি বাড়াতে ৪-২-৩-১ ফরমেশনে খেলাতে চলেছেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে।

আফগানদের সঙ্গে প্রথম ম্যাচে এক গোলে হেরেছিল বাংলাদেশ। এবার জয় নিয়ে মাঠ ছাড়তে চায় জেমি বাহিনী। সেই ম্যাচের স্কোয়াডের মাত্র চার জন ফুটবলার খেলছেন আজকের ম্যাচে। তারা হলেন, জামাল ভূঁইয়া, রহমত মিয়া, বিপলু আহমেদ ও সোহেল রানা।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

বাংলাদেশের মূল একাদশ:গোলকিপার: আনিসুর রহমান জিকো, তপু বর্মন, রিয়াদুল হাসান, রহমত মিয়া, তারিক কাজী। মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, মাসুক মিয়া, সোহেল রানা। ফরোয়ার্ড: রাকিব হোসেন, বিপলু আহমেদ ও মতিন মিয়া।

এ বিভাগের আরো খবর