প্রায় দুই দশকের ক্যারিয়ারে অসংখ্যা পুরস্কার জিতেছে ক্রিস্টিয়ানো রোনালডো। ব্যক্তিগত পুরস্কারের পাশাপাশি জিতেছেন দলীয় ট্রফি। তবে তার ট্রফি ক্যাবিনেটে রাখা অসংখ্য শিরোপার মধ্যে ইউরোকেই সেরা বললেন সিআর সেভেন।২০১৬ সালে পর্তুগালের হয়ে ইউরো জেতেন রোনালডো। পাঁচবারের ব্যালন ডর জয়ী এই তারকা ফরোয়ার্ড ফ্রান্সকে হারিয়ে জেতা ঐ ট্রফিটিকেই নিজের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন।ফুটবল ওয়েবসাইট লাইভস্কোরকে দেয়া এক সাক্ষাৎকারে রোনালডো বলেন ২০১৬ ইউরো ফাইনালের আগে আহত হয়ে ম্যাচ খেলতে না পারায় ব্যথিত হয়েছিলেন তিনি। কিন্তু ম্যাচটি তার জন্য অবিস্মরণীয়।‘ম্যাচ শেষে আমি খুশিতে কাঁদছিলাম। নানা ধরনের আবেগের মধ্যে দিয়ে যাচ্ছিলাম ম্যাচটাতে। কিন্তু ম্যাচ শেষে যা অনুভব করছিলাম তা অবিশ্বাস্য। এটাই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রফি।’ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবারের আসরে খেলতে নামছে পর্তুগাল। জাতীয় দলের অধিনায়ক হিসেবে দ্বিতীয়বার শিরোপা জিততে মুখিয়ে আছেন রোনালডো।‘আবার জিততে পারলে অবিশ্বাস্য অর্জন হবে। সেটাই টুর্নামেন্টে আমাদের লক্ষ্য। আমাদের দারুণ একটা দল রয়েছে। কিন্তু আমরা জানি অন্য দলগুলোও অনেক শক্তিশালী।’ট্রফির পাশাপাশি গোলের বন্যাও বয়ে গেছে পর্তুগিজ তারকার ক্যারিয়ারে। ফুটবল ইতিহাসে আনুষ্ঠানিক ভাবে সেরা গোলস্কোরার রোনালডো। জাতীয় দলের পাশাপাশি ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, ইউভেন্তাস ও স্পোর্টিং লিসবনের হয়ে ৭৭৭ গোল করেছেন তিনি। এর মধ্যে তার প্রিয় কোনটি?কিছুটা কষ্টসাধ্য হলেও রোনালডো বেছে নিয়েছেন তার প্রিয় গোল। ২০১৮ সালে চ্যাম্পিয়নস লিগে ইউভেন্তাসের বিপক্ষে বাইসাইকেল কিকে করা গোলটি-ই তার চোখে সেরা।‘বলতেই হবে যে সবচেয়ে প্রিয় গোলটি ছিল আমার বর্তমান দলের বিপক্ষে। প্রিয় বন্ধু জানলুইজি বুফনকে ফাঁকি দিয়ে করেছিলাম।’ইউরোর ডেথ গ্রপ-এফ এ খেলবে রোনালডোর পর্তুগাল। তাদের গ্রুপে আছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স, জার্মানি ও হাঙ্গেরি। ১৫ জুন বুদাপেস্টে হাঙ্গেরির বিপক্ষে শুরু হবে চ্যাম্পিয়নদের ইউরো অভিযান।তার আগে ৩ জুন স্পেন ও ৯ জুন ইসরায়েলের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে পর্তুগাল।
রোনালডোর জেতা সেরা ট্রফি ইউরো
ফুটবল ওয়েবসাইট লাইভস্কোরকে দেয়া এক সাক্ষাৎকারে রোনালডো বলেন ২০১৬ ইউরো ফাইনালের আগে আহত হয়ে ম্যাচ খেলতে না পারায় ব্যথিত হয়েছিলেন তিনি। কিন্তু ম্যাচটি তার জন্য অবিস্মরণীয়।
-
ট্যাগ:
- রোনালডো
এ বিভাগের আরো খবর/p>