বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কিংসের অনুরোধে টুর্নামেন্ট পেছাল এএফসি

  •    
  • ২ জুন, ২০২১ ১৫:৪১

নতুন শিডিউল অনুযায়ী, ১৫ থেকে ২৪ আগস্ট ‘ডি’ গ্রুপের ম্যাচগুলো আয়োজিত হবে। ১৮ আগস্ট মালদ্বীপের এস অ্যান্ড আর দলের বিপক্ষে প্রথম ম্যাচে নামবে কিংস। দ্বিতীয় ম্যাচটি ব্রুজনের শিষ্যরা খেলবে ২১ আগস্ট। ও শেষ ম্যাচে এটিকে মোহনবাগানের বিপক্ষে খেলবে কিংস ২৪ আগস্ট।

জুনের শিডিউল বাতিল করে এএফসি কাপ পেছানোর অনুরোধ করে চিঠি দিয়েছিল বসুন্ধরা কিংস। তাদের এই অনুরোধ রেখেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। জুনের বদলে টুর্নামেন্টটি হবে আগস্টের মাঝামাঝি সময়ে। বুধবার দুপুরে এক আনুষ্ঠানিক চিঠিতে শিডিউল বদলানোর বিষয়টি নিশ্চিত করেছে এএফসি।

নতুন শিডিউল অনুযায়ী, ১৫ থেকে ২৪ আগস্ট ডি-গ্রুপের ম্যাচগুলো আয়োজিত হবে। ১৮ আগস্ট মালদ্বীপের এস অ্যান্ড আর দলের বিপক্ষে প্রথম ম্যাচে নামবে কিংস। দ্বিতীয় ম্যাচটি ব্রুজনের শিষ্যরা খেলবে ২১ আগস্ট। ও শেষ ম্যাচে এটিকে মোহনবাগানের বিপক্ষে খেলবে কিংস ২৪ আগস্ট।মালদ্বীপে এএফসি কাপের ডি গ্রুপের ম্যাচগুলো স্থগিতের পর জুনের শেষ সপ্তাহে সূচি রেখেছিল এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। একই সময়ে বাংলাদেশে লিগের শিডিউল আছে বসুন্ধরা কিংসের। তাই এএফসির কাছে টুর্নামেন্ট পেছানোর অনুরোধ করেছিল কিংস ক্লাব কর্তৃপক্ষ।

এখনও অবশ্য আয়োজক কারা হবে তা নিশ্চিত করেনি এএফসি।

গত ১৪-২০ মে মালদ্বীপে এএফসি কাপের গ্রুপ পর্বের বাছাইয়ের ম্যাচ হওয়ার কথা ছিল। কোভিড ইস্যুতে টুর্নামেন্ট স্থগিত হয়ে যাওয়ায় সব গ্রুপের তিন দল কিংস, ভারতের এটিকে মোহনবাগান ও মালদ্বীপের মাজিয়া এফসিকে আয়োজক হওয়ার অনুরোধ জানায় এএফসি।

আয়োজক হওয়ার ব্যাপারে সাড়া দেয়নি কিংস। এ নিয়ে আবারও ক্লাবগুলোর মধ্যে বৈঠক হতে পারে বলে জানা যায়।

এর আগে একবার সিলেট ভেন্যু হিসেবে নিয়ে টুর্নামেন্টের আয়োজক হতে চেয়েছিল কিংস। সেবার ভেন্যু বদল করে মালদ্বীপকে চূড়ান্ত করে এএফসি। টুর্নামেন্ট যখন চূড়ান্ত, ব্যাগ গুছিয়ে বিমানের পথ ধরার জন্য প্রস্তুত ছিল কিংস ওই মুহূর্তে হঠাৎ স্থগিত হয়ে যায় টুর্নামেন্টটি।

এ বিভাগের আরো খবর