বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আফগানদের বিপক্ষে গোলবারে কে?

  •    
  • ১ জুন, ২০২১ ২২:৪১

৩ জুন আফগানিস্তানের বিপক্ষে গোলবারের নিচে শেষ পর্যন্ত কে দাঁড়াচ্ছেন সেটা এখনই বলা মুশকিল। মূল একাদশে সুযোগ পাওয়া যাবে লিগ ও জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে।

আর একদিন পরেই বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। মূল মঞ্চের নামার আগে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা দেবেন জেমি ডে। এমন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে বলার অপেক্ষা রাখে না অনেক বড় ভূমিকা পালন করতে হবে গোলকিপারকে।

৩ জুন আফগানিস্তানের বিপক্ষে গোলবারের নিচে শেষ পর্যন্ত কে দাঁড়াচ্ছেন সেটা এখনই বলা মুশকিল। মূল একাদশের টিকিট মিলবে লিগ ও জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যানসে।

এবার জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছিলেন তিন গোলকিপার আনিসুর রহমান জিকো, শহীদুল আলম সোহেল ও আশরাফুল রানা। ইনজুরিতে মাঝপথেই ক্যাম্প ছেড়ে যেতে হয় রানাকে। দলে যোগ দেন সাবেক জাতীয় দলের গোলকিপার রাসেল মাহমুদ লিটন।

জিকো, সোহেল ও লিটনকে নিয়েই কাতারে উড়াল দেয় দল। তিন গোলকিপারকে নিয়ে দোহায় বেশ ঘাম ঝড়াতে হচ্ছে গোলকিপার কোচ লেস ক্লিভলিকে। এই ইংলিশ কোচের ওপর দায়িত্ব থাকছে মূল ম্যাচে কার গ্লাভসকে ভরসা করবেন জেমি ডে।

সাম্প্রতিক পারফরম্যান্স আমলে নিলে, এবার লিগে আনিসুর রহমান জিকো ১৫টা ম্যাচ খেলেছেন বসুন্ধরা কিংসের হয়ে। তার মধ্যে জিকো গোল হজম করেছেন মাত্র ছয় ম্যাচে। নয় ম্যাচে ক্লিনশিট তার।

আবাহনীর জার্সিতে এবার ১৩ ম্যাচ খেলেছেন গোলকিপার সোহেল। তার মধ্যে ক্লিনশিট রাখতে পেরেছেন মাত্র পাঁচটিতে। আবাহনী গোল হজম করেছে আটটি ম্যাচে। আর লিটন ১৫ ম্যাচে ক্লিনশিট রাখতে পেরেছেন মাত্র দুটি ম্যাচে। আর তার দল রহমতগঞ্জ লিগে ড্র করেছে পাঁচ ম্যাচে।

এবার বিশ্বকাপ বাছাইয়ে চার ম্যাচে গোলবারের নিচে দাঁড়ান আশরাফুল রানা। একটি ম্যাচে গ্লাভস হাতে দাঁড়ান জিকো। সম্প্রতি নেপালের ত্রিদেশীয় সিরিজে জিকোর ওপর ভরসা রেখেছেন জেমি। সবশেষ জাতীয় দলের প্রস্তুতি ম্যাচের মূল একাদশে ছিলেন কিংসের এই গোলকিপার।

অবশ্য একই ম্যাচে দ্বিতীয়ার্ধে সোহেলকে গোলবারের নিচে বদলি নামান জেমি।

দেশের তিন গোলকিপারকে নিয়ে প্রশিক্ষক লেস ক্লিভলি।ছবি:বাফুফে

সবমিলে এবার মূলমঞ্চে এগিয়ে থাকবেন জিকো। তবে শেষ পর্যন্ত চূড়ান্ত দলে থাকছেন কে এমন প্রশ্নে এড়িয়ে গেছেন গোলকিপার কোচ লেস ক্লিভলি।

তিনি বলেন, ‘কঠিন পরীক্ষার সামনে আছি আমরা। সবাই ভালো ম্যাচ উপহার দিতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। গোলকিপার রানার অবর্তমানে নতুন গোলকিপার এসেছে। সবাই ভালো উন্নতি করছে।’

পুরো দল নিয়ে আশাবাদী ক্লিভলি বলেন, ‘ছেলেরা অনেক পরিশ্রম করছে। জিমে অনেক সময় দিচ্ছে। কন্ডিশনিং কাজটাতেও মানিয়ে নিচ্ছে। যেভাবে প্রস্তুতি নিচ্ছি তাতে ভালো একটা ম্যাচ উপহার দিব আশা করি।’

আফগানিস্তান ম্যাচ সামনে রেখে বুধবার ১৭ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা দেবেন জেমি। মূল মঞ্চে গোলবারের সামনে কে দাঁড়াচ্ছেন ফাইনালি তা জানতে অপেক্ষা করতে হবে বৃহস্পতিবার ম্যাচ পর্যন্ত।

এ বিভাগের আরো খবর