বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের মূল মঞ্চে নামার আগের দিন ম্যাচ ভেন্যুতে অনুশীলনের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ দল। অন্য মাঠে অনুশীলন করে মূল ম্যাচে নামতে হচ্ছে জামাল-তপুদের।
বিষয়টি মঙ্গলবার বিকেলে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বিশ্বকাপ বাছাইয়ের বাকি তিন ম্যাচ কাতারের দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। নিয়মানুযায়ী, ম্যাচের আগের দিন মূল ভেন্যুতে অনুশীলনের সুযোগ দেয়া হয় দলকে। এবার তা হতে দিচ্ছে না কাতার ফুটবল।
কোভিড প্রোটোকলের কারণে নিজ ম্যাচ ভেন্যুতে কোনো অনুশীলন সেশন রাখেনি কাতার। এই কোভিড বাধ্যবাধকতার কারণে ম্যাচ ভেন্যুতে অনুশীলন না করে মূল ম্যাচে নামতে হচ্ছে বাংলাদেশ দলকে।
তার বদলে ম্যাচ ডের আগের দিন বুধবার কাতার ইউনিভার্সিটি মাঠে বিকেলে অনুশীলন করবে জেমি বাহিনী।
এবার কন্ডিশনিং ক্যাম্পে অনেক বাধ্যবাধকতা জারি করে কাতার ফুটবল। কোভিড প্রটোকলে কঠোরতা বজায় রাখে তারা। ডাইনিং, জিমনেসিয়াম সুবিধা না রাখার পাশাপাশি এবার এই মূল ভেন্যুতে অনুশীলন করতে না পারার নিয়ম করেছে বিশ্বকাপ আয়োজকরা।
কাতার বিশ্ববিদ্যালয় মাঠে প্রস্তুতি সেরেই বৃহস্পতিবার বাংলাদেশ সময় সাড়ে নয়টায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে নামবে বাংলাদেশ দল।