সার্হিও আগুয়েরো আগেই জানিয়েছিলেন, এ মৌসুম শেষে ম্যানচেস্টার সিটিতে ১০ বছরের ক্যারিয়ারের ইতি টানছেন তিনি। তখন থেকেই ছিল গুঞ্জন, বন্ধু লিওনেল মেসির সঙ্গে খেলতে বার্সেলোনায় যোগ দিতে যাচ্ছেন এ আর্জেন্টাইন স্ট্রাইকার।
সেই গুঞ্জনই সত্য হলো সোমবার। বার্সেলোনা জানিয়েছে, দুই বছরের চুক্তিতে কাতালান ক্লাবটিতে যোগ দিয়েছেন আগুয়েরো।
বার্সেলোনা আরও জানায়, আগুয়েরোর রিলিজ ক্লজ ধরা হয়েছে ১০ কোটি ইউরো।
এর আগেও স্পেনে খেলেছেন আগুয়েরো। ২০১১ সালে ম্যান সিটিতে যোগ দেয়ার আগে পাঁচ বছর আতলেতিকো মাদ্রিদের হয়ে তিন বছর খেলেন তিনি। সে পাঁচ বছরে করেন ১০০ গোল ও ৪৬ অ্যাসিস্ট।
বার্সেলোনায় যোগ দেয়ার জন্য বেতন কমিয়েছেন আগুয়েরো। সিটিতে ১ কোটি ২০ লাখ ইউরো বার্ষিক বেতন পেলেও বার্সায় তিনি দুই বছর মিলিয়ে পাবেন ১ কোটি ইউরো।
আগামী মৌসুমের দল গড়ার জন্য বার্সার প্রথম সংযোজন হলেন আগুয়েরো। গুঞ্জন আছে, খুব দ্রুতই তারা দলে ভেড়াতে যাচ্ছে সেন্টার ব্যাক এরিক গার্সিয়া, রাইট ব্যাক এমারসন ও মিডফিল্ডার জর্জিনিও ওয়াইনালডামকে।