কাতারে বিশ্বকাপ বাছাই ম্যাচের দুই দিন আগে ফুটবলারদের ফুরফুরে রাখার পরিকল্পনার অংশ হিসেবে সোমবার মাঠের অনুশীলন রাখা হয়নি। এর মধ্যে টানা দুই দিন মাঠের অনুশীলন, জিমনেসিয়াম ও সুইমিংয়ে ঘাম ঝড়িয়েছেন জাতীয় ফুটবলাররা।
বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আগামী ৩ জুনের এই ম্যাচকে সামনে রেখে সোমবার হালকা মেজাজেই ছিলেন জামাল-তপুরা।
দুই দলে বিভক্ত হয়ে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত টিম হোটেলে জিমনেসিয়াম ও সুইমিং সেশন শেষ করেছে ফুটবলাররা। এরপরে পুরো দিন বিশ্রামে থাকবেন তারা। তাই বিকেল মাঠের কোনো অনুশীলন রাখেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে।
এদিকে কাতারে পৌঁছে দ্বিতীয়বারের মতো কোভিড পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সব ফুটবলার। অফিশিয়ালদেরও নেগেটিভ এসেছে।
এদিকে জাতীয় দলের আক্রমণভাগের পরিকল্পনা অনুযায়ী করোনা থেকে সেরে ওঠা ফুটবলার মোহাম্মদ ইব্রাহিমকে কাতারে নিয়ে গেছেন জেমি। মঙ্গলবার দলের সঙ্গে যোগ দেয়ার কথা এই উইঙ্গারের।
একই প্ল্যানের মধ্যে মাহবুবুর রহমান সুফিলকেও রাখা হলেও কোভিড সংক্রান্ত কারণে তাকে নেয়া সম্ভব হচ্ছে না। তাই বাকি তিন ম্যাচই মিস করছেন এই ‘স্পিড স্টার’।
একদিনের বিশ্রামের পর আগামীকাল বিকেলে মাঠের অনুশীলন রাখা হয়েছে। দুই ঘণ্টা অনুশীলন করবেন ফুটবলাররা।
দোহায় বিশ্বকাপ বাছাইপর্বে ৩ জুন বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের সঙ্গে। ৭ জুন ভারতের সঙ্গে ও টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে ১৫ জুন বাংলাদেশ লড়বে ওমানের বিপক্ষে।
তিন ড্রয়ে তিন পয়েন্ট নিয়ে চারে ভারত। চার পয়েন্ট নিয়ে আফগানিস্তান আছে তিনে। ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে ওমান আর ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে কাতার।