গত সপ্তাহে ক্লাব ছাড়ার ঘোষণা দেয়ার পর অবশেষে মুখ খুলেছেন জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদের এই সাবেক কোচ ভক্ত ও সমর্থকদের উদ্দেশে এক খোলা চিঠিতে বলেছেন রিয়াল ছাড়ার কারণ। স্প্যানিশ পত্রিকা এএস-এ সোমবার প্রকাশিত হয় জিদানের খোলা চিঠি।চিঠিতে জিদান জানান রিয়াল মাদ্রিদ কোচ হিসেবে তার ওপর ভরসা হারিয়ে ফেলেছিল এবং তাকে বিশ্বাস করতে পারেনি।‘আমি ক্লাব ছেড়েছি কারণ তারা আমার ওপর বিশ্বাস রাখতে পারেনি। যেটা আমার দরকার ছিল। দীর্ঘমেয়াদি পরিকল্পনার জন্য তারা আমাকে সমর্থনও দেয়নি,’ বলেন এই ফ্রেঞ্চ ট্যাকটিশিয়ান।রিয়ালের হয়ে টানা তিন চ্যাম্পিয়নস লিগ ও দুটি লা লিগা শিরোপা জেতা জিদান জানান রিয়ালে আচরণ তার ভালো লাগেনি।‘আমি একজন জাত বিজয়ী। এখানে ট্রফি জিততেই এসেছিলাম। কিন্তু এসবের বাইরেও মানুষের আবেগ, জীবন আছে। আমার মনে হয়েছে এগুলোর কোনো দাম দেয়া হয়নি। এই বিখ্যাত ক্লাবটা যে এভাবেই চলে সেটাও কেউ বুঝতে পারেননি।’তার সম্পর্কে নেতিবাচক খবর ক্লাব থেকে সংবাদমাধ্যমের কাছে ফাঁস করা হতো দাবি করেছেন জিদান। খোলা চিঠিতে তিনি বলেন, ‘পত্রিকায় যখন পড়তাম যে এক ম্যাচ হারার পরই আমাকে বরখাস্ত করা হবে, তখন অত্যন্ত আহত হতাম। ইচ্ছে করে ক্লাবের ভেতরের নেতিবাচক খবর মিডিয়ায় ফাঁস করা হতো যা ক্লাবের ওপর অনেক প্রভাব ফেলেছে। এগুলো ভুল-বোঝাবুঝি তৈরি করত।’ক্লাব ও এর সভাপতির সঙ্গে সম্পর্ক তিক্ত হলেও খেলোয়াড়দের সঙ্গে তার সম্পর্ক সব সময়ই দারুণ ছিল উল্লেখ করে জিদান বলেন, ‘সৌভাগ্যবশত আমার সঙ্গে দারুণ কিছু খেলোয়াড় ছিল, যারা আমার জন্য লড়াই করতে প্রস্তুত ছিল। খারাপ সময়ে তারা কোনো অসাধারণ জয় উপহার দিত। প্রতিদিন অল্প অল্প করে যা তৈরি করেছি, বিশেষ করে খেলোয়াড়দের সঙ্গে আমার যে দারুণ সম্পর্ক সেগুলো সবই ভুলে গেছে ক্লাব।’ক্লাব ছাড়ার পর থেকেই জল্পনা-কল্পনা চলছে জিদান যাচ্ছেন কোথায়? ইতালিয়ান জায়ান্ট ও নিজের সাবেক ক্লাব ইউভেন্তাসে যোগ দিচ্ছেন কি না, এই বিষয়ে পরিষ্কার করে কিছু বলেননি ১৯৯৮ বিশ্বকাপ বিজয়ী।‘আমি চলে যাচ্ছি কিন্তু তার মানে এই না যে হুট করে কোনো সিদ্ধান্ত নেব। কোচিং করানোয় আমার ক্লান্তি নেই।’প্রথম মেয়াদে রিয়াল মাদ্রিদকে টানা তিনটি ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতার পর জিদান ক্লাব ছাড়েন ২০১৭-১৮ মৌসুম শেষে। পরের মৌসুমে দুজন ম্যানেজার এসে ব্যর্থ হলে মৌসুমের শেষ ভাগে আবারও দায়িত্ব পান জিদান।দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়ে চ্যাম্পিয়নস লিগে সাফল্য না পেলেও ২০১৯/২০ মৌসুমে রিয়ালকে লা লিগা শিরোপা জেতান তিনি।
‘রিয়াল আমাকে বিশ্বাস করেনি’
স্প্যানিশ পত্রিকা এএস-এ সোমবার প্রকাশিত হয় জিদানের খোলা চিঠি। চিঠিতে জিদান জানান রিয়াল মাদ্রিদ কোচ হিসেবে তার ওপর ভরসা হারিয়ে ফেলেছিল এবং তাকে বিশ্বাস করতে পারেনি।
-
ট্যাগ:
- জিদান
এ বিভাগের আরো খবর/p>