করোনাভাইরাস মহামারির কারণে কোপা আমেরিকা আসর সরিয়ে নেয়া হচ্ছে আর্জেন্টিনা থেকে। দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবোল এক টুইটবার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।আর্জেন্টিনায় ভয়াবহ আকার ধারণ করেছে করোনাভাইরাস মহামারি। প্রতিদিন ৩৫ হাজারেরও বেশি লোক আক্রান্ত হচ্ছেন। মারা যাচ্ছে প্রায় ৫০০। এমন অবস্থায় খেলোয়াড়দের স্বাস্থ্যঝুঁকির কথা ভেবে কনমেবোল দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্টটি আর্জেন্টিনা থেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।টুইট বার্তায় কনমেবোল জানায়, ‘বর্তমান পরিস্থিতিতে আর্জেন্টিনায় কোপা আমেরিকা আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে কনমেবোল। মহাদেশীয় টুর্নামেন্টটির আয়োজক হতে আগ্রহ প্রকাশ করা অন্য দেশগুলোর প্রস্তাব আমরা পর্যালোচনা করব। দ্রুতই নতুন আয়োজক সম্পর্কে আমরা সবাইকে জানাব।’১৩ জুন থেকে শুরু হওয়ার কথা কোপা আমেরিকা। ভেন্যু পরিবর্তন হওয়ায় টুর্নামেন্টের তারিখ ঠিক থাকবে কিনা সেটা নিয়েই পরিষ্কার করে কিছু বলেনি কনমেবোল।কোপা আমেরিকা আয়োজনে আগ্রহ দেখিয়েছিল আমেরিকা ও চিলি। এই দুই দেশের এক দেশে হতে পারে টুর্নামেন্ট।করোনাভাইরাস মহামারির কারণে গত বছরের টুর্নামেন্ট পিছিয়ে এই বছর জুনে নিয়ে আসা হয়। শুরুতে টুর্নামেন্টের যৌথ আয়োজক ছিল আর্জেন্টিনা ও কলম্বিয়া।১৭ মে আর্জেন্টিনার রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেস দাবি করেন করোনা পরিস্থিতির মধ্যেও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে টুর্নামেন্ট আয়োজন করা হবে। এর আগে, কনমেবোল টুর্নামেন্টের আগে অংশগ্রহণকারী ফুটবলারদের ও স্টাফদের টিকাদান কার্যক্রম শুরু করে। এ জন্য তারা চীনা কোম্পানি সিনোভ্যাকের কাছ থেকে ৫০ হাজার ভ্যাকসিন উপহার পেয়েছে।এত প্রস্তুতির পরও, এই মাসের শুরুতে কলম্বিয়ায় চলমান সরকারবিরোধী বিক্ষোভের কারণে তাদের আয়োজক তালিকা থেকে বাদ দেয় কনমেবোল। আর সোমবার করোনা পরিস্থিতিতে বাদ পড়ল আর্জেন্টিনা।দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের টুর্নামেন্ট খেলতে এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ের মতো লাতিন আমেরিকান জায়ান্টরা।লিওনেল মেসি যোগ দিয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের ক্যাম্পে। একইভাবে ব্রাজিলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন নেইমার আর উরুগুয়ে জাতীয় দলের হয়ে প্রস্তুতি শুরু করেছেন লুইস সুয়ারেস।
আর্জেন্টিনায় হচ্ছে না কোপা আমেরিকা
করোনাভাইরাস মহামারিতে খেলোয়াড়দের স্বাস্থ্যঝুঁকির কথা ভেবে কনমেবোল দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্টটি আর্জেন্টিনা থেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
-
ট্যাগ:
- কোপা আমেরিকা
এ বিভাগের আরো খবর/p>