বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিকেলে দুটি ও রাতে এক ম্যাচ খেলবে জামালরা

  •    
  • ৩০ মে, ২০২১ ২২:৪৫

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল, দেশটির গরমের আবহাওয়ার বিষয়টি বিবেচনা করে সন্ধ্যার পর ম্যাচগুলো মাঠে গড়াতে পারে। তবে চূড়ান্ত শিডিউলে দুটি ম্যাচ বিকেলে রাখা হয়েছে।

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের তিন ম্যাচ কোথায় হবে তা চূড়ান্ত করা হয়েছে। কাতারের দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে হবে বাংলাদেশের ম্যাচগুলো।

চূড়ান্ত শিডিউল প্রকাশ করা হয়েছে রোববার। বিকালে দুটি ও রাতে একটি ম্যাচ খেলতে হবে বাংলাদেশ দলকে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল, দেশটির গরমের আবহাওয়ার বিষয়টি বিবেচনা করে সন্ধ্যার পর ম্যাচগুলো মাঠে গড়াতে পারে। তবে চূড়ান্ত শিডিউলে দুটি ম্যাচ বিকেলে রাখা হয়েছে।

চূড়ান্ত শিডিউল অনুযায়ী, সবগুলো ম্যাচ হবে জসিম বিন হামাদ স্টেডিয়ামে।

দোহায় বিশ্বকাপ বাছাইপর্বে ৩ জুন বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের সঙ্গে। ৭ জুন ভারতের সঙ্গে ও টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে ১৫ জুন বাংলাদেশ লড়বে ওমানের বিপক্ষে।

প্রথম ম্যাচে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের ম্যাচটি হবে কাতার সময় বিকাল পাঁচটায়। ভৌগোলিকভাবে কাতার থেকে তিন ঘণ্টা এগিয়ে থাকায় বাংলাদেশ সময়ে রাত আটটায় হবে ম্যাচটি।

সাত জুন ভারতের সঙ্গে ম্যাচটি হবে একই সময়ে। বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি হবে কাতার সময় রাত আটটায়। বাংলাদেশ সময় রাত এগারটায় শুরু হবে ম্যাচটি।

গত দুইদিনে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে গরম নিয়ে অনুশীলন করেছে জাতীয় ফুটবল দল। চলছে মূল মঞ্চে প্রথম পূর্ণ পয়েন্ট অর্জনের সর্বাত্মক প্রচেষ্টা।

ই-গ্রুপে মাত্র এক ড্রয়ে বাংলাদেশের ঝুলিতে রয়েছে এক পয়েন্ট। টেবিলের তলানিতে অবস্থান করছে জেমির শিষ্যরা।তিন ড্রয়ে তিন পয়েন্ট নিয়ে চারে ভারত। চার পয়েন্ট নিয়ে আফগানিস্তান আছে তিনে। ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে ওমান আর ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে কাতার।

এ বিভাগের আরো খবর