ইউরো যখন দুয়ারে কড়া নাড়ছে, তখন দুঃসংবাদ পেল বেলজিয়াম। আঘাত পেয়েছেন ইউয়েফা চ্যাম্পিয়নস ম্যানচেস্টার সিটির বেলজিয়ান সুপারস্টার কেভিন ডি ব্রুইনা। বেলজিয়ামের হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে তার খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে দ্বিতীয়ার্ধে চোখে ও মুখে চোট পান এই বেলজিয়ান। মাঠে থাকা সম্ভব হয়নি এই ফুটবলারের। তার অবর্তমানে দ্বিতীয়ার্ধে ফাইনালে আর ফেরা হয়নি সিটির। চেলসির কাছে হেরে প্রথমবারের মতো টুর্নামেন্ট জেতার স্বপ্ন ধূলিসাৎ হয় তাদের।
এমন দিনে দ্বিতীয়ার্ধের শুরুতে রিয়াদ মাহরেজের কাছে বল দিয়ে এগিয়ে যাওয়ার সময় চেলসির ডিফেন্ডার আন্ওটোনিও রুডিগারের বাধার সম্মুখীন হোন ডি ব্রুইনা। এরপর আর খেলা চালিয়ে যেতে না পারলে তাকে মাঠ থেকে তুলে নেয়ার সিদ্ধান্ত নেন গার্দিওলা।
পরে রোববার মেডিক্যালে এমআরআই রিপোর্টে তার চোখে ও মুখে ফাটল ধরা পড়ে।
আপাতত কিছুটা স্বস্তিবোধ করছেন বলে জানান এই বেলজিয়ান। বলেন, ‘এখন ভালো বোধ করছি। তবে এখনও গতকাল (চ্যাম্পিয়নস লিগের ফাইনাল) নিয়ে হতাশ। কিন্তু আমরা আবার ব্যাক করব।’
এই চোটের গভীরতার ওপর নির্ভর করছে ডি ব্রুইনার আসন্ন ইউরো খেলা নিয়ে।
টুর্নামেন্টের আগে গ্রিস ও ক্রোয়েশিয়ার বিপক্ষে বেলজিয়ামের দুটো প্রস্তুতি ম্যাচ আপাতত মিস করছেন এই মিডফিল্ডার। ১২ জুন ইউরো কাপের প্রথম ম্যাচে রাশিয়ার বিপক্ষে খেলবে বেলজিয়াম।
ইনজুরিতে এ মৌসুমে ১১ ম্যাচে খেলা হয়নি ব্রুইনার। এর মধ্যেও ৪০ ম্যাচে অংশ নিয়ে ১০ গোল আর ১৮টি অ্যাসিস্ট আছে তার নামের পাশে। এবার ব্যালন ডিওর জেতার তালিকাতেও আছেন ২৯ বছর বয়সী এই বেলজিয়ান।