কোভিড পরীক্ষার ফলে উত্তীর্ণ হয়ে কাতারের দোহায় প্রথমদিনের মাঠের অনুশীলনে ফিরেছে জাতীয় ফুটবল দল। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের মূল লড়াইয়ে নামার আগে প্রচণ্ড গরমের সঙ্গে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ শুরু করেছে জেমি ডের বহর।
শনিবার কাতার সময় সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত টিম হোটেলে স্ট্রেচিং সেশন করে জাতীয় দল। বিকেল সাড়ে চারটায় কাতার ইউনিভার্সিটি মাঠে দল প্রথম অনুশীলন সেশন করেন জামাল-তপুরা।
আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জে প্রথম দিনটা ভালোভাবে কেটেছে উল্লেখ করে জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে বলেন, ‘প্রথমদিনের অনুশীলন করছি আমরা। ভালো আবহাওয়ায় কাতার বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুশীলন করেছি আমরা। প্রথম ম্যাচের আগে এটা বিল্ড আপ অনুশীলন। এখানে গরম অনেক বেশি। ৪৪ ডিগ্রির মতো।
‘তবে আমরা আরও চারদিন হাতে পাচ্ছি। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারব আশা করছি।’
কাতারে শুধু হোটেলে থাকার ও মাঠে অনুশীলন করার সুযোগ-সুবিধা পাবে বাংলাদেশ দল। জিমনেসিয়াম ও ডাইনিংয়ের কোনো সুযোগ থাকছে না ফুটবলারদের। হোটেলেও যে যার রুমে অবস্থান করতে হচ্ছে।
এই অবস্থার মধ্য দিয়েও মূল মঞ্চে ভালো ফলের আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় দলের গোলকিপার রাসেল মাহমুদ লিটন।
কাতারে বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতিতে জাতীয় ফুটবল দল। ছবি: বাফুফে
তিনি বলেন, ‘এখানকার তাপমাত্রা অনেক বেশি। আমরা প্রথমদিনের অনুশীলন করলাম। আশা করছি ভালোভাবে সবকিছু হবে। ভালো একটা রেজাল্ট নিয়ে দেশে ফিরতে পারব।’
দোহায় বিশ্বকাপ বাছাইপর্বে ৩ জুন বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের সঙ্গে। ৭ জুন ভারতের সঙ্গে ও টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে ১৫ জুন বাংলাদেশ লড়বে ওমানের বিপক্ষে।