করোনাভাইরাস পরীক্ষা দিয়েই গত শুক্রবার কাতারে যায় জাতীয় ফুটবল দল। ওখানে পৌঁছেই আবার নমুনা পরীক্ষা দিতে হয়েছে ফুটবলার, কোচ ও অফিশিয়ালদের। মাঠের অনুশীলনে নামার আগে সুসংবাদ পেল জাতীয় দল। সবারই নেগেটিভ এসেছে। তাই মাঠের অনুশীলনে নেমে পড়তে কোনো বাধা থাকছে না জেমি ডের বহরকে।
দেশেই কোভিড সংশয় নিয়েই কাতার গিয়েছিল জাতীয় ফুটবল দল। করোনার থাবায় ঢাকায় থেকে যেতে হয় দলের নিয়মিত দুই ফুটবলার মাহবুবুর রহমান সুফিল ও মোহাম্মদ ইব্রাহিমকে। তাদের ছাড়াই ২৩ ফুটবলারকে নিয়ে কাতারে উড়ে যায় দল।
মূল লড়াইয়ের আগে সেখানে পাঁচ দিন অনুশীলনের সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল।
এর অংশ হিসেবে শনিবার কাতার সময় সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত টিম হোটেলে স্ক্রেচিং সেশন করেছে জাতীয় দল।বিকেল সাড়ে চারটায় কাতার ইউনিভার্সিটি মাঠে দল প্রথম অনুশীলন সেশন করবেন জামাল-তপুরা।
কাতারে শুধু হোটেলে থাকার ও মাঠে অনুশীলন করার সুযোগ-সুবিধা পাবে বাংলাদেশ দল। জিমনেসিয়াম ও ডাইনিংয়ের কোনো সুযোগ থাকছে না ফুটবলারদের। হোটেলেও যে যার স্বতন্ত্র কক্ষে অবস্থান করতে হচ্ছে।
কাতারে শনিবার টিম হোটেলেই সকালে স্ক্রেচিং করছেন ফুটবলাররা
জাতীয় দলের ম্যানেজার ও সাবেক ফুটবলার ইকবাল হোসেন বলেন, ‘হোটেলে পৌঁছে আমরা কোভিড টেস্ট করিয়েছিলাম। টেস্টে সবারই নেগেটিভ এসেছে আজকে। তাই আজকে থেকেই সবাই অনুশীলনে নেমে পড়ছে।’
দোহায় বিশ্বকাপ বাছাইপর্বে ৩ জুন বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের সঙ্গে। ৭ জুন ভারতের সঙ্গে ও টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে ১৫ জুন বাংলাদেশ লড়বে ওমানের বিপক্ষে।