ক্লাবের ইতিহাসে প্রথম বারের মতো ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পৌঁছেছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে ৯ বছর পর আরেকবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে চেলসি।
একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা আছে চেলসির। যেটি সিটির নেই। অন্যদিকে বার্সেলোনাকে ২০১১ সালে শিরোপাটি জেতানোর পর ইউরোপের এলিট টুর্নামেন্ট আর জেতেননি সিটি কোচ পেপ গার্দিওলা।
দুই বছর পর আবারও অল ইংলিশ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে মুখোমুখি ম্যানচেস্টার সিটি ও চেলসি। যেখানে সিটির লক্ষ্য প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা ঘরে তোলা, অন্যদিকে চেলসির চাওয়া মৌসুমের প্রথম শিরোপা।
দানে দানে তিন দান ম্যান সিটির?চেলসির বিপক্ষে সিটির সাম্প্রতিক ফলাফল মোটেও সুবিধার নয়। এ মৌসুমে এফএ কাপের সেমিফাইনাল থেকে সিটিজেনদের বিদায় করে দেয় অল ব্লুজ। এরপর ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচেও জয় পায় লন্ডনের ক্লাবটি।
মুখোমুখি লড়াইয়ে শেষ দশ ম্যাচে অবশ্য সামান্য এগিয়ে সিটি। চেলসির বিপক্ষে তাদের জয় ৫ ম্যাচে। অন্যদিকে চেলসির জয় ৪টি।
চেলসি ম্যানেজার টমাস টুখেলের বিপক্ষেও রেকর্ড ভালো গার্দিওলার। ৭ বার মুখোমুখি হয়ে ৪ বার জয় পেয়েছেন গার্দিওলা, ২ বার টুখেল।
যাদের ওপর থাকবে চোখএ মৌসুমে সিটির সেরা খেলোয়াড় ছিলেন কেভিন ডি ব্রুইনা ও রুবেন ডিয়াস। ফাইনালেও তারা থাকবেন গুরুত্বপূর্ণ ভূমিকায়।
অন্যদিকে চেলসির হয়ে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগেই ম্যাচসেরা নির্বাচিত হন এনগোলো কান্তে। ফাইনালেও বড় ভূমিকা রাখতে যাচ্ছেন তিনি। সঙ্গে থিয়াগো সিলভাও।
সম্ভাব্য একাদশপিএসজির বিপক্ষে দ্বিতীয় লেগের একাদশ থেকে গার্দিওলা পরিবর্তন আনতে পারেন দুটি। আলেক্সান্দার জিনচেংকোর বদলে একাদশে আসতে পারেন জোয়াও ক্যান্সেলো। ফার্নান্দিনিয়োর বদলে একাদশে আসতে পারেন রদ্রি। সেক্ষেত্রে অধিনায়কের আর্মব্যান্ড থাকবে ডি ব্রুইনার কাছে।
সম্ভাব্য সিটি একাদশ: এডারসন (গোলকিপার), কাইল ওয়াকার, জন স্টোনস, রুবেন ডিয়াস, জোয়াও ক্যান্সেলো, রদ্রি, ইল্কে গুন্দোগান, কেভিন ডি ব্রুইনা, রিয়াদ মাহরেজ, বার্নার্দো সিলভা, ফিল ফোডেন
অন্যদিকে গোলকিপার এডুয়ার্ড মেন্ডি ও মিডফিল্ডার এনগোলো কান্তে সুস্থ হয়ে ওঠায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলা একাদশে একটি পরিবর্তন আনতে পারেন টুখেল। কাই হাভের্টজের বদলে একাদশে আসতে পারেন ক্রিস্টিয়ান পুলিসিক।
সম্ভাব্য চেলসি একাদশ: এডুয়ার্ড মেন্ডি (গোলকিপার), আন্দ্রেয়া ক্রিস্টেনসেন, থিয়াগো সিলভা, আন্টোনিও রুডিগার, জর্জিনিও, সেসার আসপিলিকুয়েতা,এনগোলো কান্তে, ম্যাসন মাউন্ট, বেন চিলওয়েল, ক্রিস্টিয়ান পুলিসিক, টিমো ওয়ের্নের
ফ্যাক্ট ফাইল- এটিই হতে যাচ্ছে ম্যানচেস্টার সিটির জার্সিতে সার্হিও আগুয়েরোর শেষ ম্যাচ। দশ বছরের ক্যারিয়ার শেষে তিনি পাড়ি জমাতে যাচ্ছেন বার্সেলোনায়।
- ইস্তাম্বুলে হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস প্রকোপে ফাইনাল সরিয়ে নিয়ে আসা হয়েছে পর্তুগালের পোর্তোয়। এ নিয়ে টানা দ্বিতীয় বার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আয়োজন করছে পর্তুগাল।