বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে কাতার পৌঁছেছে বাংলাদেশ দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে জানানো হয় কাতার সময় বেলা ১টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৪টা ১০) নিরাপদে দোহায় পৌঁছেছে জেমি ডের শিষ্যরা।
২৫ ফুটবলার ও ১০ জন কর্মকর্তা সহ মোট ৩৫ জনের বহর গেছে কাতারে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে কাতার এয়ারপোর্টে করোনাভাইরা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে।
২৪ ঘণ্টার মধ্যে জানা যাবে রিপোর্ট। সদস্যরা নেগেটিভ আসার পর বাংলাদেশ জাতীয় ফুটবল দল কাতারে অনুশীলন শুরু করতে পারবে।
দোহায় বিশ্বকাপ বাছাইপর্বে ৩ জুন বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের সঙ্গে। ৭ জুন ভারতের সঙ্গে ও টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে ১৫ জুন বাংলাদেশ লড়বে ওমানের বিপক্ষে।
এর আগে, সকাল ১১টায় কাতারের উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ। যাওয়ার আগে সংবাদ মাধ্যমকে জেমি ডে বলেন, প্রস্তুতি তার মনমতো হয়নি।
‘পয়েন্ট পেতে হলে তিনটি ম্যাচেই আমাদের অনেক ভালো খেলতে হবে। ফিটনেস ও প্রস্তুতির দিক থেকে আমরা যেখানে থাকতে চাই সেখানে নেই। এই অল্প কয়েক দিনের প্রস্তুতির পর এখনও ২০-৩০ ভাগ পিছিয়ে আছি। প্রথম ম্যাচের আগে প্রস্তুত হতে আমরা আগামী সাত দিন সর্বোচ্চ চেষ্টা করব।’
প্রস্তুত ম্যাচ খেলার জন্য প্রথমে সৌদি আরব যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু কোয়ারেন্টিন শিথিল করা নিয়ে জটিলতায় যেতে পারেনি স্কোয়াড। বৃহস্পতিবারে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়েই নিজ মাঠে প্রস্তুতি শেষ করতে হয়েছে লাল-সবুজদের।
এর আগে, প্রায় এক মাসের ক্যাম্প করে জাতীয় দল। স্বল্প প্রস্তুতি নিয়ে কাতার যাওয়া দলের জন্য শুভকামনা চেয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া।
বলেন, ‘বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন। আশা করি দেশকে গর্বিত করার মতো খেলতে পারব।’