বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পিরলো বরখাস্ত, ইউভেন্তাসে আলেগ্রি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৮ মে, ২০২১ ১৬:১৯

পিরলোর অধীনে ইতালিয়ান কাপ জিতলেও চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অফ সিক্সটিনে এফসি পোর্তোর কাছে হেরে বিদায় নেয় ইউভেন্তাস। তুরিনের ক্লাবটি নয় মৌসুম টানা চ্যাম্পিয়ন হওয়ার পর ২০২১ সালে লিগ শিরোপাও হাতছাড়া করে।

আভাস পাওয়া যাচ্ছিল বেশ কয়েকদিন যাবৎ। সাম্প্রতিক ইতিহাসে নিজেদের অন্যতম বাজে মৌসুম কাটানোর পর প্রথম ধাক্কাটা যাবে কোচের উপর সেটা অনুমিতই ছিল। সেটাই করল ইউভেন্তাস।সেরি আর সাবেক চ্যাম্পিয়নরা বরখাস্ত করেছে কোচ আন্দ্রেয়া পিরলোকে। মাত্র এক মৌসুম ক্লাবের দায়িত্বে থাকার পর পদ ছাড়তে হলো সাবেক এই ইতালিয়ান মিডফিল্ডারকে।পিরলোর অধীনে ইতালিয়ান কাপ জিতলেও চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অফ সিক্সটিনে এফসি পোর্তোর কাছে হেরে বিদায় নেয় ইউভেন্তাস। তুরিনের ক্লাবটি নয় মৌসুম টানা চ্যাম্পিয়ন হওয়ার পর ২০২১ সালে লিগ শিরোপাও হাতছাড়া করে।যার খেসারত দিতে হচ্ছে পিরলোকে। গত মৌসুম শেষেই মরিৎসিও সারিকে বিদায় করে ক্লাবের কিংবদন্তি খেলোয়াড় পিরলোকে দায়িত্ব দেয় ইউভের পরিচালক বোর্ড।

তার উপর খুব বেশিদিন ভরসা রাখতে পারেনি তারা। এক বছরেরও কম সময়ের মধ্যে বরখাস্ত করা হলো পিরলোকে।

ইউভেন্তাসের ওয়েবসাইটে এক আনুষ্ঠানিক বিবর্তিতে পিরলোকে ধন্যবাদ জানিয়ে বলা হয়, ‘কয়েক মাস আগে বিশ্ব ফুটবলের আইকন আন্দ্রেয়া পিরলো কোচ হিসেবে তার নতুন অ্যাডচেঞ্চার শুরু করেন। সম্ভাব্য অসাধারণ এক ক্যারিয়ারে পিরলো প্রথম কয়েকটি পদক্ষেপ নিয়েছেন। এই কয়েক মাসেই পিরলো দুটা ট্রফি, ইতালিয়ান সুপারকাপ ও কোপা ইতালিয়া জিতেছেন। সান সিরো ও কাম্প ন্যুয়ের মতো ঐতিহ্যবাহী মাঠে আমাদের জয় পাইয়ে দিয়েছেন।’পিরলোর জায়গায় কে আসবেন সেটা আগে থেকেই নিশ্চিত ছিল ইউভেন্তাসের। ইন্টার মিলানের সদ্য সাবেক কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি আবারও ফিরলেন ইউভেন্তাসের দায়িত্বে।এর আগে ২০১৪-১৫ সালে প্রথমবার ইউভেন্তাসের দায়িত্ব নেন আলেগ্রি। চার মৌসুম পর ২০১৯ সালে তাকে বরখাস্ত করে ইউভে। নিয়োগ দেয় সারিকে।দুই বছর পর আবারও ইউভের দায়িত্ব নিলেন আলেগ্রি। ইউভের হয়ে তার নতুন চ্যালেঞ্জ হবে নতুন করে দল গোছানো ও সেরি আর শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়া।লিগ শিরোপা হাতছাড়া হওয়াতে বেশ কিছু অদল বদল হতে পারে ইউভেন্তাস স্কোয়াডে। এরই মধ্যে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন ইউভেন্তাস আইকন ও সর্বকালের সেরা গোলকিপার জানলুইজি বুফন।এরপর ক্লাব ছাড়তে পারেন শীর্ষ তারকা ক্রিস্টিয়ানো রোনালডো ও পাওলো দিবালা। মৌসুমে ক্লাবের পক্ষে সর্বোচ্চ গোলদাতা হলেও রোনালডোর বেতন ও বড় ম্যাচে নিষ্ক্রিয়তা ভুগিয়েছে ইউভেন্তাসকে। নতুন মৌসুমে তাই সিআর সেভেনকে বিদায় করতে চায় তুরিনের ওল্ড লেডি।এদিকে, আলেগ্রির জায়গায় ইন্টার মিলান দায়িত্ব দিয়েছে সাবেক লাৎসিও বস সিমোন ইনজাগিকে।

এ বিভাগের আরো খবর