বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রস্তুতি ঘাটতি নিয়েই কাতার গেল ফুটবল দল

  •    
  • ২৮ মে, ২০২১ ১৩:১৯

শুক্রবার সকাল ১১টায় কাতার গেছে বাংলাদেশ।এতো বড় চ্যালেঞ্জের আগে নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নন জাতীয় ফুটবল দলের হেড কোচ জেমি ডে।

বিশ্বকাপ বাছাইপর্বের মঞ্চ। ভারত, আফগানিস্তান ও ওমানের মতো প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নামনে বাংলাদেশ। এতো বড় চ্যালেঞ্জের আগে নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নন জাতীয় ফুটবল দলের হেড কোচ জেমি ডে।শুক্রবার সকাল ১১টায় কাতার গেছে বাংলাদেশ। যাওয়ার আগে সংবাদ মাধ্যমকে জেমি ডে বলেন, প্রস্তুতি তার মনমতো হয়নি।‘পয়েন্ট পেতে হলে তিনটি ম্যাচেই আমাদের অনেক ভালো খেলতে হবে। ফিটনেস ও প্রস্তুতির দিক থেকে আমরা যেখানে থাকতে চাই সেখানে নেই। এই অল্প কয়েক দিনের প্রস্তুতির পর এখনও ২০-৩০ ভাগ পিছিয়ে আছি। প্রথম ম্যাচের আগে প্রস্তুত হতে আমরা আগামী সাত দিন সর্বোচ্চ চেষ্টা করব।’প্রস্তুত ম্যাচ খেলার জন্য প্রথমে সৌদি আরব যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু কোয়ারেন্টিন শিথিল করা নিয়ে জটিলতায় যেতে পারেনি স্কোয়াড। বৃহস্পতিবারে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়েই নিজ মাঠে প্রস্তুতি শেষ করতে হয়েছে লাল-সবুজদের।এর আগে, প্রায় এক মাসের ক্যাম্প করে জাতীয় দল। স্বল্প প্রস্তুতি নিয়ে কাতার যাওয়া দলের জন্য শুভকামনা চেয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া।বলেন, ‘বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন। আশা করি দেশকে গর্বিত করার মতো খেলতে পারব।’

কাতার যাওয়ার আগে বিমানবন্দরে ফুটবল দলের সদস্যরা। ছবি: বাফুফে

অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণের কণ্ঠেও ছিল ভালো খেলার আশাবাদ। দেশ ছাড়ার আগে তিনি বলেন, ‘দলের সবাই সুস্থ আছে। মোটিভেটেড আছে। দলীয় ভাবে পারফর্মেন্স ভালো করার সর্বোচ্চ চেষ্টা করব আমরা। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে ভালো একটা ফল নিয়ে আসার।’

সকালে ২৫ ফুটবলার ও ১০ অফিসিয়াল মিলিয়ে মোট ৩৫ জনের বহর কাতার গেছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে কাতার এয়ারপোর্টে করোনাভাইরাস পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে জানা যাবে রিপোর্ট। সদস্যরা নেগেটিভ আসার পর বাংলাদেশ জাতীয় ফুটবল দল কাতারে অনুশীলন শুরু করতে পারবে।দোহায় বিশ্বকাপ বাছাইপর্বে ৩ জুন বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের সঙ্গে। ৭ জুন ভারতের সঙ্গে ও টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে ১৫ জুন বাংলাদেশ লড়বে ওমানের বিপক্ষে।

এ বিভাগের আরো খবর