বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ড্রকে ইতিবাচক অর্জন মানছেন তপু

  •    
  • ২৭ মে, ২০২১ ২১:৪৭

শেখ জামালের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে জাতীয় দল। একটা সরাসরি ও একটা আত্মঘাতী গোল হজম করেছে ফুটবলাররা। দলের মধ্যে দুর্বলতা কী কী চোখে পড়েছে জানতে চাইলে প্রশ্ন এড়িয়ে যান তপু।

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের মূল মঞ্চে নামার আগে শেখ জামালের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নিজেদের ঝালাইয়ের ম্যাচে ড্র করেছে লাল-সবুজরা। ম্যাচটাকে ইতিবাচক হিসেবে দেখছেন জাতীয় দলের ফুটবলার তপু বর্মন।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার ম্যাচ শেষে ভিডিও বার্তায় ইতিবাচক ছিলেন এই অভিজ্ঞ ডিফেন্ডার।

মূল মঞ্চে নামার আগে এমন ম্যাচের প্রয়োজন ছিল উল্লেখ করে তপু বলেন, ‘প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ ছিল। প্রতিপক্ষ শেখ জামাল। তারা জিততে চেয়েছিল। আমরা খুব ভালো খেলেছি। কিছু ভুল ছিল। সেটা কোচ বের করবেন। এই ম্যাচটা আমাদের জন্য মোটিভেশনাল ছিল।

‘যেহেতু সামনে বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। কিছুটা হলেও এই ম্যাচের মধ্য দিয়ে ইতিবাচক অর্জন করতে পেরেছি।’

শেখ জামালের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে জাতীয় দল। একটা সরাসরি ও একটা আত্মঘাতী গোল হজম করেছে ফুটবলাররা। দলের মধ্যে দুর্বলতা কী কী চোখে পড়েছে জানতে চাইলে প্রশ্ন এড়িয়ে যান তপু।

তিনি বলেন, ‘ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ ছিল এই কারণে যে এই ম্যাচের মধ্য দিয়ে কোচ জানবেন কোন জায়গায় কাজ করতে হবে। কোন জায়গায় ত্রুটি ছিল ও কোন জায়গায় ডেভেলপ করতে হবে। ম্যাচটা হওয়ায় কোচের জন্য সহজ হয়ে গেল।’

শুক্রবার সকালে ২৫ ফুটবলার ও ১০ অফিসিয়াল মিলিয়ে মোট ৩৫ জনের বহর যাবে কাতার। সেখানে বিশ্বকাপ বাছাইপর্বে ৩ জুন বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের সঙ্গে।

৭ জুন ভারতের সঙ্গে ও টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে ১৫ জুন বাংলাদেশ লড়বে ওমানের বিপক্ষে। এই তিন ম্যাচে পয়েন্ট নিয়ে ফেরার প্রত্যাশা করছেন সাবেক এই অধিনায়ক।

বলেন, ‘কাতারে প্রতিপক্ষ দল নিয়ে আমরা ভালো জানি। তিন ম্যাচ থেকে পয়েন্ট নিয়ে দেশে ফিরতে চাই।’

এ বিভাগের আরো খবর