বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চমক নেই ইংল্যান্ডের প্রাথমিক স্কোয়াডে

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৫ মে, ২০২১ ১৮:৪০

৩৩ জনের দলে অনুমিত ভাবে আছেন অধিনায়ক হ্যারি কেইন, মার্কাস র‍্যাশফোর্ড, জেইডন সানচো ও ফিল ফোডেনের মতো তারকারা। বাদ পড়েছেন লিডস ইউনাইটেডের স্ট্রাইকার প্যাট্রিক ব্যামফোর্ড ও বার্নলির গোলকিপার নিক পোপ।

ইউরো ২০২০ এর জন ৩৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন ম্যানেজার গ্যারেথ সাউথগেইট। স্কোয়াডে সম্ভাব্য সেরা খেলোয়াড়দেরই বেছে নিয়েছেন তিনি। ৩ জনের দল থেকে ১ জুন ২৬ দলের চূড়ান্ত দল ঘোষণা করবেন সাউথ গেইট।৩৩ জনের দলে অনুমিত ভাবে আছেন অধিনায়ক হ্যারি কেইন, মার্কাস র‍্যাশফোর্ড, জেইডন সানচো ও ফিল ফোডেনের মতো তারকারা। বাদ পড়েছেন লিডস ইউনাইটেডের স্ট্রাইকার প্যাট্রিক ব্যামফোর্ড ও বার্নলির গোলকিপার নিক পোপ।আতলেতিকো মাদ্রিদের হয়ে লা লিগা জেতা কিরেন ট্রিপিয়ার জায়গা করে নিয়েছেন ডিফেন্সে। দলে ফিরেছেন আরেক ডিফেন্ডার ট্রেন্ট-আলেক্সান্ডার আর্নল্ড। সাউথগেইট লিভারপুলের এই ডিফেন্ডারকে মার্চে দল থেকে বাদ দিয়েছিলেন।চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির থেকে দলে ফোডেন ছাড়াও আছেন ডিফেন্ডার কাইল ওয়াকার ও জন স্টোনস এবং ফরোয়ার্ড রাহিম স্টার্লিং।আলেক্সান্ডার আর্নল্ড সহ লিভারপুল থেকে আছেন জর্ডান হেন্ডারসন। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে সুযোগ পেয়েছেন র‍্যাশফোর্ড, হ্যারি ম্যাগুয়ার, লুক শ, ডিন হেন্ডারসন ও মেসন গ্রিনউইড।চ্যাম্পিয়নস লিগ ফাইনালিস্ট চেলসি থেকে আছেন মেসন মাউন্ট, রিস জেইমস ও বেন চিলওয়েল।ইউরোর গ্রুপ ডি-তে খেলবে ইংল্যান্ড। তাদের গ্রুপসঙ্গী স্কটল্যান্ড, চেক রিপাবলিক ও বিশ্বকাপ ফাইনালিস্ট ক্রোয়েশিয়া।নিজ দেশের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ড শুরু করবে তাদের ইউরো অভিযান। ১৩ জুন প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।

এ বিভাগের আরো খবর