ইউরো ২০২০ টুর্নামেন্টের জন্য ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দুবারের চ্যাম্পিয়ন স্পেন। দলে জায়গা হয়নি সার্হিও রামোসের। অভিজ্ঞ এই ডিফেন্ডারের জায়গায় ডাক পেয়েছেন চলতি মাসে ফ্রান্স থেকে স্পেনের নাগরিকত্ব পাওয়া আমেরিক লাপোত।
চোটে জর্জরিত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে মাত্র সাতটি ম্যাচ খেলেছেন রামোস। ইউরোতে ফিটনেস নিয়ে সন্দেহ থাকায় রিয়াল মাদ্রিদ অধিনায়ককে দলে রাখেননি সাবেক বার্সেলোনার কোচ ও বর্তমানে স্পেন জাতীয় দলের কোচ লুইস এনরিকে।
রামোসকে দলে না রাখা নিয়ে এনরিকে সংবাদমাধ্যমকে বলেন, ‘সে মৌসুম শেষ করতে পারেনি রিয়াল মাদ্রিদের হয়ে। জানুয়ারি থেকে সে মাঠের বাইরে। তাকে নেয়া না নেয়ার সিদ্ধান্তটা নিয়েই আমাদের সবচেয়ে বেশি চিন্তা করতে হয়েছে। তার প্রতি সব সময়ই আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। রাতে তার সঙ্গে আমি কথা বলেছি। বিষয়টা সহজ ছিল না।’
স্পেন দলের হয়ে ইউরো ২০০৪ থেকে নিয়মিত বৈশ্বিক ও মহাদেশীয় টুর্নামেন্টগুলোতে খেলেছেন ৩৫ বছর বয়সী রামোস। ছিলেন ২০০৮, ২০১২ ইউরো ও ২০১০ বিশ্বকাপজয়ী দলে।
ইউরো থেকে বাদ পড়ায় তার আন্তর্জাতিক ক্যারিয়ার একরকম শেষ হয়ে গেল বলে ধরে নিচ্ছেন ফুটবল বিশেষজ্ঞরা। আর পরের মৌসুমে রিয়াল মাদ্রিদ থেকেও বিতাড়িত হতে পারেন অভিজ্ঞ এই ডিফেন্ডার।
দলে রিয়াল মাদ্রিদের কেউই জায়গা পাননি। এনরিকের সাবেক ক্লাব বার্সেলোনা থেকে দলে সুযোগ পেয়েছেন ডিফেন্ডার হোর্দি আলবা, মিডফিল্ডার সার্হিও বুস্কেতস ও তরুণ মিডফিল্ডার পেদ্রি।
ইউরোতে ই-গ্রুপে খেলবে দুইবারের চ্যাম্পিয়ন স্পেন। তাদের গ্রুপসঙ্গী সুইডেন, স্লোভাকিয়া ও রবার্ট লেওয়ানডোভস্কির পোল্যান্ড।