বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগে লিভারপুল, ছিটকে গেল লেস্টার

  •    
  • ২৪ মে, ২০২১ ০০:০৯

হেরেও পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে চেলসি। টটেনহ্যামের কাছে হেরে মাত্র এক পয়েন্টের দুঃখ নিয়ে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা হারিয়েছে লেস্টার সিটি। এই এক পয়েন্ট বেশি নিয়ে লাইমলাইটে লিভারপুল।

ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ দিনটি ছিল নাটকে ভরপুর। চেলসি ও লেস্টার সিটি হেরে বসল। এতে সবচেয়ে বড় উপকার হলো লিভারপুলের।ইউরোপা লিগ খেলার শঙ্কায় থাকা অল রেডরা শেষ ম্যাচে জিতে সমীকরণ থেকে লেস্টার সিটিকে ছিটকে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের কোটা নিশ্চিত করল।

লিগের শিরোপা আর পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করা ম্যানচেস্টার সিটির জন্য শেষ ম্যাচটা বিশেষ ছিল সার্হিও আগুয়েরোর বিদায়ী অভ্যর্থনার। তার জোড়া গোলের রোমাঞ্চের দিনে সিটি এভারটনকে উড়িয়ে দিয়েছে ৫-০ ব্যবধানে।

এদিকে হেরেও পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে চেলসি। টটেনহ্যামের কাছে হেরে মাত্র এক পয়েন্টের দুঃখ নিয়ে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা হারিয়েছে লেস্টার সিটি। এই এক পয়েন্ট বেশি নিয়ে লাইমলাইটে লিভারপুল।

টটেনহ্যামের ৪-২ গোলের জয়ে জোড়া গোল করে মৌসুমের সেরা গোলদাতার পুরষ্কার পেয়েছেন হ্যারি কেইন। স্পার্সের হয়ে নিজের শেষ মৌসুমে লিগে ২৩ গোল এসেছে তার পা থেকে।

ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ চার নিশ্চিত করে ফেলায় চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পেয়ে গেল ক্লপের শিষ্যরা।

লিগের বিগ সিক্সের টটেনহ্যাম আর আর্সেনাল তো ইউরোপা লিগ থেকেও বাদ।

মাঝখান দিয়ে অন্তত ইউরোপা লিগে খেলা নিশ্চিত করেছে ওয়েস্ট হ্যাম ও লেস্টার সিটি।

পয়েন্ট টেবিলের তলানিতে থেকে রেলিগেটেড হয়ে গেল ফুলহাম, ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন ও শেফিল্ড ইউনাইটেড।

এ বিভাগের আরো খবর