জুনে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্ব সামনে রেখে চূড়ান্ত ২৫ জাতীয় ফুটবলারের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চূড়ান্ত স্কোয়াডে বড় কোনো পরিবর্তন নেই। পাঁচ বছর পর ক্যাম্পে ডাক পাওয়া ডিফেন্ডার রেজাউল করিম ছিটকে গেছেন চূড়ান্ত দল থেকে।
এর আগে ৮ মে ঘোষিত ৩৩ সদস্যের প্রাথমিক স্কোয়াডের প্রায় সবাই আছেন স্কোয়াডে। ইনজুরিতে ছিটকে গেছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ, গোলকিপার আশরাফুল রানা ও উইঙ্গার সাদ উদ্দীন। অনূর্ধ্ব ২৩ দলের পাঁচ ফুটবলারের কেউ নেই চূড়ান্ত দলে।
স্কোয়াডে রাখা হয়েছে করোনায় আক্রান্ত মোহাম্মদ ইব্রাহিমকে। ২৮ তারিখের আগে করোনা পরীক্ষায় নেগেটিভ হলে তাকে পাঠানো হবে কাতারে।
এই স্কোয়াডটাই আগামীকাল সোমবার সৌদি আরব যাচ্ছে। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ৩০ মে কাতারের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল।
কাতারের মাটিতে ৩ জুন বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের সঙ্গে। ৭ জুন ভারতের সঙ্গে ও টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে ১৫ জুন বাংলাদেশ লড়বে ওমানের বিপক্ষে।
বাংলাদেশের ২৫ সদস্যের চূড়ান্ত দল
গোলকিপার: শহীদুল আলম সোহেল, আনিসুর রহমান জিকো, রাসেল মাহমুদ লিটন।ডিফেন্ডার: রহমত মিয়া, তপু বর্মন, রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত, রিমন হোসেইন, মেহেদী হাসান, হাবিবুর রহমান সোহাগ, তারিক রায়হান কাজী, ইমন।মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, আব্দুল্লাহ, মাসুক মিয়া জনি, সোহেল রানা, বিপলু আহমেদ, মতিন মিয়া, রাকিব হোসেইন, মানিক হোসেন মোল্লা, মেহেদী হাসান।ফরোয়ার্ড: সুমন রেজা, মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ ইব্রাহিম।