বার্সেলোনা আগেই শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে। দৌড়টা ছিল দুই ঘোড়া রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের মধ্যে। শেষ দিনের নাটকে শেষ হাসিটা হাসল লস ব্লাঙ্কোদের নগর প্রতিদ্বন্দ্বী।দারুণ কামব্যাকে লুইস সুয়ারেসের গোলে লা লিগার ১১তম শিরোপা নিশ্চিত করেছে দিয়েগো সিমিওনির দল।
পিছিয়ে পড়েও রিয়াল ভায়াদোলিদকে ২-১ গোলে হারায় আতলেতিকো মাদ্রিদ। এতে করে, রিয়াল মাদ্রিদকে হ্যাটট্রিক ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতানো জিনেদিন জিদানের শেষটা ট্রফিহীন হলো।
আতলেতির হয়ে গোল আসে আনহেল কোরেয়া ও বার্সেলোনা থেকে বিতাড়িত সুয়ারেসের পা থেকে। আতলেতিকোর শিরোপা জয়ের সবচেয়ে বড় নায়ক এই উরুগুইয়ান মৌসুমে করেছেন ২১ গোল।
লিগ শিরোপা খোয়ালেও শেষ ম্যাচে জিদানকে জয় উপহার দিয়েছেন মদ্রিচ-বেনজেমারা। তবে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারানো এই জয় লিগ জেতার জন্য যথেষ্ট ছিল না।
ভায়াদোলিদকে হারিয়ে দুই পয়েন্ট বেশি নিয়ে লিগ নিশ্চিত করেছে আতলেতিকো।
দুই দলই জেতায় ব্যবধান কমেনি। দুই পয়েন্ট কম নিয়ে রানার আপের সান্ত্বনা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে জিদানের শিষ্যদের।
এতে করে ২০০৯-১০ সালের পর এই প্রথম কোনো ট্রফি ছাড়া মৌসুম শেষ করল রিয়াল মাদ্রিদ।
আর ২০১৩-১৪ মৌসুমের পর প্রথমবার লিগ জিতল আতলেতিকো।
রাতের আরেক ম্যাচে দিকে সান্ত্বনার জয় পেয়েছে বার্সেলোনা। লিগের শেষ ম্যাচে এইবারকে এক গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে থেকে লিগ শেষ করেছে রোনাল্ড কুমানের দল।
সব মিলে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের পরের মৌসুম নিশ্চিত করেছে আতলেতিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও সেভিয়া।আর ইউরোপা লিগের খেলার যোগ্যতা অর্জন করেছে রিয়াল সোসিয়াদাদ ও রিয়াল বেতিস।
আর লিগ থেকে রেলিগেটেড হয়েছে এইবার, ভায়াদোলিদ ও উয়েস্কা।