আগের ম্যাচেই গার্ড মুলারের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন রবার্ট লেওয়া্ডোনভস্কি। প্রায় অর্ধ শতাব্দী ধরে টিকে থাকা রেকর্ডটা ভাঙতে তার দরকার ছিল আর এক গোল। লিগের বাকি একটা ম্যাচ। লিগের শেষ ম্যাচ খেলতে নেমে পুরো ৮৯ মিনিট পর্যন্ত গোল নেই লেওয়ানডোভস্কির!
পরের এক মিনিটেই যেন মাঠে সকল নাটক।ম্যাচের ৯০ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পেলেন বায়ার্ন মিউনিখের এই সুপারস্টার। মৌসুমে তার গোল সংখ্যা দাঁড়াল ৪১-এ।
মৌসুমে বায়ার্ন মিউনিখের শেষ ম্যাচে জার্মান ফুটবল কিংবদন্তি গার্ড মুলারের গড়া এক মৌসুমে ৪০ গোলের রেকর্ড ভাঙেন এই পোলিশ ফুটবলার। প্রায় ৫০ বছর অক্ষত থাকা সেই রেকর্ড এখন লেওয়ানডোভস্কির দখলে।
তার গোলে অগসবুর্গকে ৫-২ গোলে উড়িয়ে বুন্ডেসলিগার শিরোপা জয়ের আনন্দ দারুণ ভাবে উদযাপন করল জার্মান জায়ান্টরা।
মুলারের আরেকটি রেকর্ড হাতছানি দিচ্ছে লেওয়ানডোভস্কির সামনে। বায়ার্নের জার্সিতে ৪৫৩ ম্যাচে ৩৯৮ গোল করেছেন মুলার।আর ২১৯ ম্যাচে ২০৩ গোল লেওয়ানডোভস্কির। প্রায় ম্যাচ প্রতি গোল।
৩২ বছর বয়সেও যেভাবে খেলে যাচ্ছেন 'লেভা' তাতে করে এই রেকর্ডটাও না ভেঙে যায়!তবে, সেজন্য সামনের কয়েক মৌসুম এই ফর্মটাও অব্যাহত রাখার চ্যালেঞ্জ নিতে হবে তাকে।