জুনে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে মধ্যপ্রাচ্যের বিশ্বকাপ খেলুড়ে দেশ সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জাতীয় দলের প্রধান কোচ জেমি ডের আগ্রহকে গুরুত্ব দিয়ে এই পরিকল্পনা হাতে নিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা।
পরিকল্পনার বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ও জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে।
সোহাগ বলেন, ‘আমরা সপ্তাহখানেক ধরে বিষয়টি নিয়ে আলোচনা করছি। যেহেতু কাতারে কিছু সুবিধা পাওয়া যাচ্ছে না। এদিকে কোচের ইচ্ছা প্রস্তুতি ম্যাচ খেলতে হবে। সেজন্য সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা নেয়া হচ্ছে।’
সৌদি আরবে স্বাস্থ্যবিধি হিসেবে ১০ দিনের কোয়ারেন্টিন পর্ব পালন করার বাধ্যবাধকতা আছে। তাতে কাতার মিশন জটিলতার মধ্যে পড়তে হতে পারে বাংলাদেশের। কোয়ারেন্টিন সময়টা কমানোর চেষ্টা করা হচ্ছে বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক।বলেন, ‘আমরা সৌদি আরবের সরকারের কাছে বিশেষ অনুমতির আবেদন করেছি। আগামীকাল রোববারের মধ্যে জানতে পারব কতদিন কোয়ারেন্টিনে থাকতে হবে। তাছাড়া ভিসা, হোটেলসহ আনুষাঙ্গিক অনেক বিষয় নিশ্চিত করতে হবে আমাদের। আমরা আশাবাদী।’
সৌদি আরবের পরিকল্পনা সিল হয়ে গেলে দেশটিতে গিয়ে অন্তত দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে বাংলাদেশ। সোহাগ বলেন, ‘আমরা চাচ্ছি অন্তত দুটি ম্যাচ খেলার। দেশটির স্থানীয় কোনো দলের সঙ্গে খেলার প্রস্তাব দিয়েছি। সবকিছু চূড়ান্ত হবে আগামীকাল।’
পরিকল্পনা প্রায় নিশ্চিত বলে জানান জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে। বলেন, ‘আমার পরামর্শের পর এই পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। বিশ্বাস করি সৌদি আরবের প্লান নিশ্চিতের কাছাকাছি।’
কবে নাগাদ সৌদি আরবের পথে রওনা দেবে দল তা নিশ্চিত করতে পারেননি কেউ। আগামীকাল সৌদি আরবের ফিডব্যাকের ওপর সবকিছু নির্ভর করছে বলে জানায় ফেডারেশন। সেখানে প্রস্তুতি ম্যাচ খেলে কাতারে রওনা দেবে জাতীয় ফুটবল দল।
কাতারের মাটিতে ৩ জুন বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের সঙ্গে। ৭ জুন ভারতের সঙ্গে ও টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে ১৫ জুন বাংলাদেশ লড়বে ওমানের বিপক্ষে।