বিশ্বকাপ ও এশিয়ান কাপ সামনে রেখে কাতারে যাওয়ার আগে বেশ কঠিন অনুশীলনে নেমেছে জাতীয় ফুটবল দল। প্রথম দুয়েকদিন ফিটনেসের উপরে কাজ করে এখন সকল মনোযোগ স্কোরিং নিয়ে। ফরমেশন অনুযায়ী দলকে ঝালাই করে গোল আদায় করে নেয়ার উপরে জোর দিচ্ছেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে।
শনিবার অনুশীলন শেষে এমনটাই জানালেন জাতীয় সিনিয়র ফুটবল দলে প্রথমবার ডাক পাওয়া ফরোয়ার্ড জুয়েল রানা।
বলেন, ‘প্রথমত ফরমেশন নিয়ে কাজ করছেন কোচ। ম্যাচে যেই ফরমেশনগুলো ট্রাই করাবেন সেগুলো নিয়ে কাজ করাচ্ছেন। আজকে ট্রেনিং ভালো হয়েছে। উইঙ্গ থেকে অ্যাটাক, ক্রসিং এগুলোর ভালো ট্রেনিং হয়েছে। গোল হচ্ছে। স্কোর হচ্ছিল। আসলে গোল কীভাবে করা যায় তার উপরেই কাজ চলছে।’
সামনের তিন ম্যাচ বিবেচনায় রেখে ফরমেশনের উপর কাজ করছেন জেমি। সেভাবেই দলকে অভ্যস্ত করানোর চেষ্টা চলছে। জেমি জানেন ম্যাচ জিততে হলে গোলের কোনো বিকল্প নেই। তাই উইঙ্গার-স্ট্রাইকারদের নিয়ে চলছে বিশেষ পরিকল্পনা। এতে আশা দেখছেন জুয়েল।
বলেন, ‘সুমন, আমি, মতিন, সুফিল সবাই ভালো করেছে। স্কোর করছে। উইঙ্গার আর ফিনিশারদের মধ্যে ভালো একটা সমন্বয় হয়ে গেছে। বুঝতেছে কে কোথায় যাচ্ছে। পাসটা কোথায় দেয়া লাগবে।’
জুয়েলের সুরেই গোল করার কথা জানান দলের পরীক্ষিত ডিফেন্ডার তপু বর্মন। বলেন, ‘আমরা জাতীয় দলে অনেকদিন যাবত খেলতেছি। কম্বিনেশনে আগে থেকে আছে। কীভাবে গোল করব সেটা নিয়েই কাজ হচ্ছে। সব মিলিয়ে সবাই আমরা ভালো করব আশা করছি।’
কাতারের মাটিতে ৩ জুন বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের সঙ্গে। ৭ জুন ভারতের সঙ্গে ও টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে ১৫ জুন বাংলাদেশ লড়বে ওমানের বিপক্ষে।