একবিংশ শতাব্দীর দুই দশক শেষ হয়ে যাওয়ার পর বিশেষ এক জরিপ আয়োজন করে ইন্টারন্যাশল ফেডারেশন ও ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস)। বিশ্বজুড়ে সাবেক ফুটবলার, ক্রীড়া সাংবাদিক ও বিশেষজ্ঞদের ভোটে তারা বেছে নিয়েছে সর্বকালের সেরা ফুটবল একাদশ।১৯০১ থেকে ২০২০ পর্যন্ত খেলা ফুটবলারদের নিয়ে গঠিত হয়েছে এই দল। তারকাখচিত একাদশে জায়গা করে নিয়েছেন ফুটবল ইতিহাসের সেরাদের সেরারা। একই একাদশে জায়গা পেয়েছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালডো, পেলে ও ম্যারাডোনা।৪-৩-৩ ফরমেশনে সাজানো একাদশের গোলকিপার হিসেবে আছেন লেভ ইয়াশিন। একমাত্র গোলকিপার হিসেবে ব্যালন ডর পাওয়া এই রাশিয়ান ষাটের দশকে ছিলেন নিজের ভূমিকায় অবিসংবাদিত সেরা।ডিফেন্সের চারজনের মধ্যে দুই জন ইতালির। লেফটব্যাকে আছেন কিংবদন্তি ও সর্বকালের সেরা ডিফেন্ডার হিসেবে স্বীকৃত পাওলো মালদিনি। সেন্টার ব্যাকে জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ও মালদিনির ক্লাব ও জাতীয় দলের সতীর্থ ইতালির ফ্রাঙ্কো বারেসি। রাইট ব্যাকে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু।তিনজনের মিডফিল্ডে আছেন তিকিতাকা ফুটবলের উদ্ভাবক খ্যাত ইয়োহান ক্রুইফ। তার ডান দিকে খেলবেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনা। আর তাদের সঙ্গে মাঝমাঠের মাঝ পজিশনে আছে আধুনিক ফুটবলের সেরা মিডফিল্ডার চাভি এর্নানদেস।আক্রমণভাগে ব্রাজিলের ফুটবল সম্রাট পেলের সঙ্গী দুই আধুনিক কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালডো।মজার ব্যাপার হল সর্বকালের সেরা একাদশ থেকে বাদ পড়া তারকাদের নিয়ে আরেকটি সেরা একাদশ বানিয়েছে আইএফএফএইচএস। দ্বিতীয় একাদশটির নাম তারা দিয়েছে ‘বি-টিম’।মূল একাদশের মতো এটিও ৪-৩-৩ ফরমেশনে খেলবে।টিম বি-র গোলকিপার হিসেবে আছেন সর্বকালের সেরা হিসেবে স্বীকৃত ইতালির জানলুইজি বুফন। ডিফেন্সে দুইজন ব্রাজিলিয়ানের সঙ্গে আছে এক আর্জেন্টাইন ও এক ইংলিশম্যান।লেফটব্যাকে রবার্তো কার্লোস, সেন্টার ব্যাকে দানিয়েল পাসারেয়া ও ববি মুর আর রাইট ব্যাকে কার্লোস আলবার্তো।তিনজনের মিডফিল্ডে হোল্ডিং পজিশনে খেলবেন জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক লোথার ম্যাথিউস। তার সামনে দুই ফ্রেঞ্চ শিল্পী জিনেদিন জিদান ও মিশেল প্লাতিনি।আক্রমণভাগে জার্মানির ডার বম্বার গার্ড মুলার এর সঙ্গী ব্রাজিলের রোনালডো ও আর্জেন্টিনার আলফ্রেদো দি স্তেফানো।২০০০ সালে শতাব্দীর সেরা খেলোয়াড়, সেরা দল ও মহাদেশীয় সেরা দলের তালিকা প্রকাশ করে আইএফএফএইচএস। এছাড়া পরিসংখ্যানের উপর ভিত্তি করে প্রতি দশকের সেরা খেলোয়াড় ও দল নির্বাচন করে থাকে সংস্থাটি।
সর্বকালের সেরা দলে মেসি-রোনালডো-ম্যারাডোনা
১৯০১ থেকে ২০২০ পর্যন্ত খেলা ফুটবলারদের নিয়ে গঠিত হয়েছে এই দল। তারকাখচিত একাদশে জায়গা করে নিয়েছেন ফুটবল ইতিহাসের সেরাদের সেরারা। একই একাদশে জায়গা পেয়েছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালডো, পেলে ও ম্যারাডোনা।
-
ট্যাগ:
- মেসি
এ বিভাগের আরো খবর/p>