বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তি শেষ হচ্ছে এ বছরের জুনে। এরপরই ফ্রি এজেন্ট হয়ে যাবেন বিশ্বসেরা ফুটবলার। ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন না করলে বিনা মূল্যেই অন্য ক্লাবে তাকে ছাড়তে হবে বার্সেলোনার।মেসি কি থাকছেন বার্সেলোনায়? চুক্তি নবায়ন না করলে কোন ক্লাবে খেলবেন? এমন সব প্রশ্নের উত্তরে যখন জর্জরিত স্প্যানিশ ফুটবল, তখনই এল অবাক করার মতো খবর।মৌসুমের শেষ ম্যাচে বার্সেলোনার হয়ে মাঠে নামছেন না ছয়বারের ব্যলন ডর জয়ী। শনিবার এবারের মাঠে খেলতে নামছে রোনালড কুমানের শিষ্যরা। সেই ম্যাচে থাকছেন না মেসি।বার্সেলোনা ক্লাবের পক্ষ থেকে বলা হয়, মেসিকে লা লিগা মৌসুমের শেষ ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছে। ফলে এই মৌসুমে তাকে আর দেখা যাচ্ছে না বার্সা জার্সিতে।মৌসুম শেষে যদি মেসি বার্সেলোনা ছেড়ে যান, তাহলে ১৬ মে সেলতা ভিগোর বিপক্ষে ম্যাচটিই হয়ে থাকবে স্প্যানিশ দলটির হয়ে তার শেষ ম্যাচ।সেলতার কাছে হেরেই লা লিগা শিরোপা জয়ের সম্ভাবনা শেষ হয় বার্সার। যার কারণে শেষ ম্যাচটি পরিণত হয়ে আনুষ্ঠানিকতায়।ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে কোপা আমেরিকা টুর্নামেন্টের আগে বাড়তি বিশ্রামের জন্য ক্লাবের কাছে আগেই আবেদন করেছিলেন মেসি। বৃহস্পতিবার সেই আবেদনে সাড়া দেন কুমান। অনুশীলন ও এবারের বিপক্ষে ম্যাচ থেকে ছুটি পান মেসি।কয়েক বছর যাবৎ মাঠে বার্সেলোনার খারাপ পারফর্মেন্স ও মাঠের বাইরে ক্লাবের খারাপ ব্যবস্থাপনার ওপর বিরক্ত হয়ে গত মৌসুম শেষে ক্লাব ছাড়তে চান মেসি। তৎকালীন ক্লাব সভাপতি তাকে আদালতে নেয়ার হুমকি দেয়ার নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন এই আর্জেন্টাইন সুপারস্টার।চলতি মৌসুমও ভালো যায়নি বার্সেলোনার। কোপা দেল রে ছাড়া কোনো শিরোপা জিততে পারেনি মেসির দল। বরাবরের মতো ব্যক্তিগত পারফর্মেন্স উজ্জ্বল থাকলেও দলীয় সাফল্যের স্বাদ পাননি মেসি।নতুন মৌসুমে তিনি চান নতুন একটি ক্লাব প্রজেক্ট। যাতে করে ইউরোপে নিজেদের প্রাধান্য ফিরে পাবে বার্সেলোনা। জিতবে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ। তবে আর্থিক সংকটের কারণে তেমনটা হওয়ার সম্ভাবনা ক্ষীণ হওয়ায় নাখোশ মেসি।বার্সার নতুন সভাপতি হোয়ান লাপোর্তা সমর্থকদের কথা দেন, যে করেই হোক ক্লাবে রাখবেন মেসিকে। আর্থিক সংকট দূর করতে সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে ১০ কোটি ইউরোর একটি তহবিলও জোগাড় করেছেন তিনি। যেটা দিয়ে খেলোয়াড়দের বেতনসহ ক্লাবের অন্যান্য বকেয়া শোধ করছে বার্সেলোনা।তবে বার্সাকে বিশ্বসেরা ক্লাবে পরিণত করার মতো ও মেসিকে পূর্ণ পারিশ্রমিক দিয়ে নতুন চুক্তি প্রস্তাব করার মতো বাজেট নেই তাদের কাছে। যার কারণে মেসি নিজের নবায়ন নিয়ে ভাবছেন এখনও।ইংল্যান্ডের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) লিওনেল মেসির পেছনে আছে গত দুই বছর ধরে। বার্সা ছাড়তে রাজি হলেই মেসিকে যেকোনো পারিশ্রমিকে নিয়ে আসতে রাজি তারা।সব মিলিয়ে মেসির বার্সেলোনা ভবিষ্যৎ এখনও নিশ্চিত নয়। সেলতার বিপক্ষে ম্যাচটিই যদি কাতালানদের হয়ে তার শেষ ম্যাচ হয়, তাহলে হয়তো মেসিকে উপযুক্ত বিদায় না দিতে পারার আফসোস থেকে যাবে ভক্তদের।
বার্সায় শেষ ম্যাচ কি খেলে ফেলেছেন মেসি?
বার্সেলোনা ক্লাবের পক্ষ থেকে বলা হয়, মেসিকে লা লিগা মৌসুমের শেষ ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছে। ফলে এই মৌসুমে তাকে আর দেখা যাচ্ছে না বার্সা জার্সিতে। মৌসুম শেষে যদি মেসি বার্সেলোনা ছেড়ে যান, তাহলে ১৬ মে সেলতা ভিগোর বিপক্ষে ম্যাচটিই হয়ে থাকবে স্প্যানিশ দলটির হয়ে তার শেষ ম্যাচ।
-
ট্যাগ:
- মেসি
এ বিভাগের আরো খবর/p>