বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কুমানের জায়গায় ফ্লিককে চায় বার্সেলোনা

  •    
  • ২০ মে, ২০২১ ১৩:৫০

চলতি মৌসুম শেষে সেই হানসি ফ্লিককেই নিজেদের ডাগ আউটে চাইছে বার্সেলোনা। নতুন নির্বাচিত প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা এরই মধ্যে ইঙ্গিত দিয়েছেন বড় পরিবর্তনের। স্প্যানিশ সংবাদ মাধ্যমে আরএসির মতে তার প্রথম পরিবর্তন ফ্লিকের আগমণ। রোনাল্ডো কুমানকে বরখাস্ত করে এই জার্মান ট্যাকটিশিয়ানকে মেসিদের কোচ হিসেবে চান লাপোর্তা।

গত বছর তার অধীনেই অবিশ্বাস্য পায় বায়ার্ন মিউনিখ। বুনডেসলিগা, ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ ও ওয়ার্ল্ড ক্লাব কাপ সহ সম্ভাব্য ছয়টি শিরোপা জিতে ইতিহাসের দ্বিতীয় ক্লাব হিসেবে সম্পূর্ণ করে ‘সেক্সটুপল’। হানসি ফ্লিকের বায়ার্নই চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বার্সেলোনাকে উপহার দেয় ৮-২ গোলের অপমান। যার কারণে ক্লাব ছেড়ে যেতে চেয়েছিলেন স্বয়ং লিওনেল মেসি।চলতি মৌসুম শেষে সেই হানসি ফ্লিককেই নিজেদের ডাগ আউটে চাইছে বার্সেলোনা। নতুন নির্বাচিত প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা এরই মধ্যে ইঙ্গিত দিয়েছেন বড় পরিবর্তনের। স্প্যানিশ সংবাদ মাধ্যমে আরএসির মতে তার প্রথম পরিবর্তন ফ্লিকের আগমণ। রোনাল্ডো কুমানকে বরখাস্ত করে এই জার্মান ট্যাকটিশিয়ানকে মেসিদের কোচ হিসেবে চান লাপোর্তা।ইতিহাসের অন্যতম বাজে মৌসুম শেষ করতে যাচ্ছে বার্সেলোনা। স্প্যানিশ জায়ান্টরা পুরো মৌসুমে জিতেছে শুধু কোপা দেল রে শিরোপা। লা লিগায় শিরোপা স্বপ্ন শেষ হওয়ার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগ থেকেও বাজে পারফরম্যান্সের পর বিদায় নিতে হয়েছে কাতালানদের।ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তার নজর এড়ায়নি বিষয়গুলো। শুধু কোপা দেল রে জেতা বার্সেলোনার মতো বড় ক্লাবের জন্য যথেষ্ট নয় উল্লেখ করে স্প্যানিশ দৈনিক দিয়ারিও স্পোর্তকে মঙ্গলবার বলেন, ‘আমরা কোপা দেল রে জিতেছি যেটা নিয়ে গর্বিত হতে পারি কিন্তু চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা থেকে অভাবনীয়ভাবে বাদ পড়ে গেছি।’নতুন মৌসুমে পরিস্থিতি পাল্টাবে এমনটা ইঙ্গিত দেন লাপোর্তা। জানান খারাপ সময় শেষ হয়েছে। সামনের সপ্তাহ থেকেই কাম্প ন্যুয়ে পরিবর্তনের ছোঁয়া আসবে এমনটা বলেন লাপোর্তা।‘চক্রটা শেষ হয়েছে ও আমরা সবকিছু নবায়নের প্রক্রিয়ায় আছি। সামনের সপ্তাহ থেকে যে সিদ্ধান্তগুলো নেয়া দরকার সেগুলো নেয়া হবে। আমাদের লিগ ও চ্যাম্পিয়নস লিগ জিততে হলে পরিশ্রম করতে হবে ও প্রতিদ্বন্দ্বিতামূলক একটি দল গঠন করতে হবে।এই দল গঠনের প্রথম ধাপ হিসেবে ফ্লিককে দেখছেন লাপোর্তা। জার্মান সংবাদ মাধ্যমগুলো এর আগে নিশ্চিত করে যে বায়ার্ন মিউনিখ ছাড়ার পর জার্মানি জাতীয় দলের দায়িত্ব নেবেন ফ্লিক। ইউরো শেষে অবসর নিতে যাওয়া ওয়াকিম লোভের জায়গা নেবেন তিনি।তবে, ফ্লিক এখনও কোনো কিছুই নিশ্চিত করেননি। জার্মান ফুটবলে ফেডারেশনের সঙ্গে এখনও কোনো কাগজপত্রে সই করেননি তিনি। ফলে, গত বছরের সবচেয়ে সফল কোচকে পরের মৌসুমে পেতে চাইছে বার্সেলোনা।এরই মধ্যে ফ্লিকের লোকজনের সঙ্গে কথা সেরে ফেলেছে বার্সা প্রতিনিধি দল এমনটাই জানায় আরএসি।

এ বিভাগের আরো খবর