মোনাকোর বিপক্ষে মাঠে নামার আগে পিএসজি-ই ছিল অবিসংবাদিত ফেভারিট। টুর্নামেন্টের শেষ ছয় বছররের পাঁচটি শিরোপাই তাদের।ষষ্ঠটি জিততেও তেমন বেগ পেতে হলো না প্যারিসের দলটির। মোনাকোকে ২-০ গোলে হারিয়ে ফ্রেঞ্চ কাপের শিরোপা জিতে নিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই।সেমিফাইনালে মঁপলিয়ের বিপক্ষে হলুদ কার্ড দেখায় ফাইনালে ছিলেন না নেইমার। কিন্তু তার অভাব বুঝতে দেননি কিলিয়ান এমবাপে। এমবাপের ৮১ মিনিটের গোলেই নিশ্চিত হয় পিএসজির শিরোপা। তার আগে উনিশ মিনিটে অবশ্য পিএসজির খাতা খোলেন মাউরো ইকার্দি। এই আর্জেন্টাইনের গোলেও অবদান ছিল এমবাপের। গোলকিপারকে ওয়ান অন ওয়ান পেয়েও ইকার্দিকে বল পাস করেন তিনি। কাছ থেকে দলের প্রথম গোল করতে ভুল করেননি ইকার্দি।আর ম্যাচ শেষ হওয়ার মিনিট দশেক আগে এমবাপের গোলের অ্যাসিস্ট ছিল আনহেল দি মারিয়ার।ওই দুই গোলেই পিএসজি নিশ্চিত করে ট্রফি জয়। নেইমারকে ছাড়াই মৌসুমে নিজেদের দ্বিতীয় ট্রফি জিতে নেয় তারা। নতুন কোচ মরিসিও পচেত্তিনোর অধীনেও এটি তাদের দ্বিতীয় শিরোপা।তবে লিগ শিরোপা জয় এখনও নিশ্চিত নয় পিএসজির। লিলের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে দুই নম্বরে আছে তারা।রোববার রাতে বেস্তের মাঠে নামবে পিএসজি। আর একই দিন লিল খেলতে নামবে অজির মাঠে। ওই দুই ম্যাচের ওপরই নির্ভর করছে পরবর্তী ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন হচ্ছে কোন দল।লিল জিতলে তারাই হবে চ্যাম্পিয়ন। তারা পয়েন্ট খোয়ালে আর পিএসজি জিতলে শিরোপা থেকে যাবে ফ্রান্সে।লিগ শিরোপা জয়ের চিন্তা তো আছেই, পচেত্তিনোর জন্য এর সঙ্গে যোগ হয়েছে আরেক বড় দুশ্চিন্তা। মৌসুম শেষে এমবাপে থাকছেন কি থাকছেন না?দুই সপ্তাহ আগেই নেইমারের সঙ্গে চার বছরের জন্য চুক্তি নবায়ন করেছে পিএসজি। তবে তাদের আরেক বড় তারকা এমবাপে এখনও নতুন চুক্তি করেননি। তার ইচ্ছে আছে কিনা তাও পরিষ্কার করেননি।রিয়াল মাদ্রিদ ও লিভারপুল বড় অঙ্কের টাকার থলে নিয়ে অপেক্ষা করছে এমবাপের জন্য। তিনি নিজেও আগে বলেছেন রিয়াল তার স্বপ্নের ক্লাব।বুধবার রাতে ফ্রেঞ্চ কাপ জয়ের পরও এমবাপে খোলাসা করেননি বিষয়টি নিয়ে।তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড ফ্রান্স টু চ্যানেলকে জানান আপাতত তিনি শিরোপা জয়ের আনন্দটা উপভোগ করতে চান।‘শিরোপা জয়টা উপভোগ করছি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখুন কত সমর্থক আনন্দিত। এটাই গুরুত্বপূর্ণ বিষয়। আমি সবার আগে খুশি।শিরোপাটা সমর্থদের জন্য।’ক্লাব ছাড়ার ইঙ্গিতও পাওয়া যায়নি এমবাপের কথায়। পিএসজিকে বিশ্বের অন্যতম সেরা ক্লাব উল্লেখ করে তিনি বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা ও দেশের সবচেয়ে ক্লাব পিএসজির হয়ে যখন আপনি খেলবেন তখন প্রতিটা শিরোপাই গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক। আমরা এই ইতিহাসের অংশ হতে চাই এবং আজকে দারুণ একটা উপলক্ষ।’
ফ্রেঞ্চ কাপের রাজা এমবাপের পিএসজি
দুই সপ্তাহ আগেই নেইমারের সঙ্গে চার বছরের জন্য চুক্তি নবায়ন করেছে পিএসজি। তবে তাদের আরেক বড় তারকা এমবাপে এখনও নতুন চুক্তি করেননি। তার ইচ্ছে আছে কিনা তাও পরিষ্কার করেননি।
রিয়াল মাদ্রিদ ও লিভারপুল বড় অঙ্কের টাকার থলে নিয়ে অপেক্ষা করছে এমবাপের জন্য।
-
ট্যাগ:
- পিএসজি
এ বিভাগের আরো খবর/p>