সুইমিং, জিম ও ডাইনিং সুবিধা না থাকায় নির্ধারিত সময়ের সপ্তাহখানেক পরে কাতারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। নতুন শিডিউল অনুযায়ী বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচের চার দিন আগে আগামী ৩০ মে কাতারে যাচ্ছেন জামাল-তপুরা।
বুধবার বিকেলে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয় ফুটবল দল ২২ মে কাতারে যাওয়ার কথা ছিল। কিন্তু কাতার সরকারের কোভিড সংক্রান্ত শক্ত স্বাস্থ্য বিধিমালার কারণে বাংলাদেশ দল সেখানে সুইমিং, জিম, ডাইনিং সুবিধা পাবে না। রুমে আলাদাভাবে খাবার খেতে হবে এবং অনুশীলন মাঠ ও হোটেল ছাড়া কোথাও যাওয়ার অনুমতি নেই। তাই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
যাওয়ার আগ পর্যন্ত দেশেই এই সুযোগ-সুবিধাগুলো জাতীয় ফুটবলারদের জন্য নিশ্চিত করতে চায় ফেডারেশন।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর ন্যাশনাল টিমস কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ জাতীয় ফুটবল দল কাতার যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে ফাইভ স্টার হোটেলে সর্বোচ্চ সুবিধা (সুইমিং, জিম, ডাইনিং) পাবে।’
বুধবার এ বিষয়গুলো নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের ‘ই’ গ্রুপের পাঁচ দলকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করে এএফসি।
বৈঠকে কী কী আলোচনা হয় এমন প্রশ্নের জবাবে সোহাগ বলেন, ‘দলগুলো কবে কাতারে পৌঁছাবে, ভিসা সংক্রান্ত ও ফ্লাইট সংক্রান্ত কোনো সমস্যা আছে কিনা, প্রতিটি দলের কি কি বিধিনিষেধ রয়েছে , কোয়ারেন্টাইনে প্রতিটি দল এর সদস্যদের জন্য কী কী করা যাবে, কী কী করা যাবে না এসব বিষয়ে আলোচনা হয়েছে।’
‘কাতার ফুটবল অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকেও যেসব সুবিধা সরবরাহ করা হবে যেমন কোন বল দিয়ে খেলা হবে, প্রতিটি দল এর অনুশীলন কোথায়? টিম হোটেল থেকে অনুশীলন মাঠের দূরত্ব কত? এসব বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।’ যোগ করেন সোহাগ।
কাতারের মাটিতে ৩ জুন বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের সঙ্গে। ৭ জুন ভারতের সঙ্গে ও টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে ১৫ জুন বাংলাদেশ লড়বে ওমানের বিপক্ষে।