জুনে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের মূল ম্যাচের নামার আগে প্রস্তুতি ম্যাচ না খেললেও সমস্যা দেখছেন না জাতীয় দলের ফরোয়ার্ড আব্দুল্লাহ পারভেজ। শেখ রাসেলের এই স্ট্রাইকারের মতে, লিগের পারফরম্যান্স আত্মবিশ্বাস যোগাবে জাতীয় ফুটবলারদের।
বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তৃতীয় দিনের অনুশীলন শেষে এমনটাই বলেন ইব্রাহিম।
‘দুয়েকটা ফ্রেন্ডলি ম্যাচ খেললে সহজ হয়। আমরা সবাই লিগের সঙ্গে যুক্ত ছিলাম। যদিও আন্তর্জাতিক পর্যায় আলাদা তারপরও আমরা কঠোর পরিশ্রম করছি। যদি শারীরিক দিক থেকে ঠিক থাকি তাহলে ভালো হবে।’
মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়েছেন উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম। সতীর্থদের সংস্পর্শে আসার পাশাপাশি দলের সঙ্গে দু’দিন অনুশীলন করেন এই ফুটবলার।
এতে দলের জন্য শঙ্কা বাড়ল কী না জানতে চাইলে আব্দুল্লাহ বলেন, ‘করোনা প্রায় দেড় বছর হয় যাচ্ছে। আমরা জানি কী করতে হবে। কতটুকু নিরাপদ থাকা যায়। ট্রেনিং করছি। হোটেলে অবস্থান করছি। কোচ আমাদের বলে দিয়েছেন একজন ফুটবলার আরেকজন রুমে যাবে না। যে যার রুমে অবস্থান করবে।’
প্রস্তুতির তৃতীয় দিনেও দুই ঘণ্টা অনুশীলন করেছে বাংলাদেশ দল।
খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কোনও সমস্যা দেখছেন না জাতীয় দলের সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস।
‘মাঠে ফিরতে পারাটা আনন্দের। তারা লিগের মধ্যে ছিল। চারটা ম্যাচ খেলেছে। ফিটনেসের দিক থেকে ঠিক আছে।’
বিশ্বকাপ বাছাইয়ের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে দলের জন্য ভালো হতো উল্লেখ করে ওয়াটকিস বলেন, ‘কোয়ালিফায়ার ম্যাচ খেলার আগে যদি প্রস্তুতি ম্যাচ খেলা যেতো তাহলে ভালো হতো। তবে জানি না কী হবে।’
কাতারের মাটিতে ৩ জুন বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের সঙ্গে। ৭ জুন ভারতের সঙ্গে ও টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে ১৫ জুন বাংলাদেশ লড়বে ওমানের বিপক্ষে।