মৌসুমটা ভালো যায়নি লিওনেল মেসির। ব্যক্তিগত ভাবে দারুণ থাকলেও দলীয় সাফল্য পাননি। টানা ১২তম মৌসুমের মতো তার পা থেকে লা লিগায় এসেছে ৩০ গোল। তবে বার্সেলোনাকে শিরোপা খুইয়ে শেষ করতে হচ্ছে মৌসুমে।শিরোপা স্বপ্ন শেষ হলেও আরেকটি বড় স্বপ্নকে বাস্তবায়ন করার পদক্ষেপ নিয়েছেন মেসি। পৃথিবীর মহাসাগরগুলো বিপর্যস্ত প্লাস্টিক বর্জ্যের ভারে। সেই সাগর বাঁচানোর আহ্বান জানালেন আর্জেন্টাইন অধিনায়ক।মঙ্গলবার অস্ট্রেলিয়াভিত্তিক সংস্থা মিনডেরু ফাউন্ডেশনের গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও বহুজাতিক করপোরেশন উভয়ই বিশ্বের ৫৫ শতাংশ প্লাস্টিক বর্জ্য উৎপাদন করে থাকে। এগুলোর মধ্যে তেল ও গ্যাস নিয়ে কাজ করা জায়ান্ট প্রতিষ্ঠান ও কেমিক্যাল কোম্পানিও রয়েছে।প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে ১৩০ মিলিয়ন মেট্রিক টনের বেশি প্লাস্টিক বর্জ্য হিসেবে ফেলে দেয়া হয়। এসব বর্জ্যের বেশির ভাগই পরে পোড়ানো হয়, মাটিতে চাপা দেয়া বা সরাসরি প্রকৃতিতে ফেলা হয়। মাস্ক থেকে শুরু করে প্লাস্টিক ব্যাগ ও বোতল এসব বর্জ্যের বড় অংশ। সাগর দূষণেও এদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।এমন পরিস্থিতিতে মেসি আডিডাস ও পারলে কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে শুরু করেছেন ‘রান ফর দি ওশানস’ ক্যাম্পেইন। বিশেষ এই ক্যাম্পেইনে যুক্ত হতে পারবেন আগ্রহী যে কোনো শখের দৌড়বিদ।এতে যুক্ত হতে হলে, আডিডাসের রানিং অ্যাপ ডাউনলোড করতে হবে। সেটি চালু করে দৌড়াতে হবে। প্রতি কিলোমিটার দৌড়ানোর জন্য আডিডাস ও পারলে কোম্পানি ১০টি প্লাস্টিক বোতলের সমান প্লাস্টিন বর্জ্য পরিষ্কার করবে সমুদ্র সৈকত থেকে। এই ক্যাম্পেইনের লক্ষ্য পাঁচ লক্ষ পাউন্ড বর্জ্য অপসারণ করা।লিওনেল মেসি এই ক্যাম্পেইন উপলক্ষে নিজের ইন্সট্যাগ্রামে পোস্ট দিয়ে ভক্ত ও অনুসারীদের এই বিশেষ বার্তা দিয়েছেন। পৃথিবীর সবগুলো মহাসাগরকে বাঁচাতে এই দৌড়ে অংশ নিতে সবাইকে উৎসাহিত করেছেন ফুটবলের জীবন্ত কিংবদন্তি।‘দৌড় ও সমুদ্রের প্রতি আমাদের ভালোবাসাকে একসঙ্গে করার সুযোগ এটি। পরিস্থিতি বদলাতে রাস্তায় নামুন ও প্লাস্টিক বর্জ্যের এই সমস্যাকে শেষ করতে সহায়তা করুন,’ ইন্সট্যাগ্রামে লেখেন মেসি।
সমুদ্র বাঁচানোর আহ্বান মেসির
মেসি আডিডাস ও পারলে কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে শুরু করেছেন ‘রান ফর দি ওশানস’ ক্যাম্পেইন। বিশেষ এই ক্যাম্পেইনে যুক্ত হতে পারবেন আগ্রহী যে কোনো শখের দৌড়বিদ।
-
ট্যাগ:
- মেসি
এ বিভাগের আরো খবর/p>