বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চোট পাওয়া রানার জায়গায় দলে লিটন

  •    
  • ১৮ মে, ২০২১ ১৯:৩৪

রানার বদলে ক্যাম্পে ডাক পেয়েছেন প্রিমিয়ার লিগের দল রহমতগঞ্জের অধিনায়ক গোলকিপার রাসেল মাহমুদ লিটন। প্রায় পাঁচ বছর পর ক্যাম্পে ডাক পেয়েছেন এই গোলকিপার।

ইনজুরিতে জুনের বিশ্বকাপ ও এশিয়ান কাপ প্রিলিমিনারি রাউন্ডে খেলা হচ্ছে না জাতীয় দলের নিয়মিত গোলকিপার আশরাফুল রানার। ক্যাম্প থেকেই বিদায় নিতে হচ্ছে তাকে। তার বদলে দলে ডাকা হয়েছে রহমতগঞ্জের অধিনায়ক ও গোলকিপার রাসেল মাহমুদ লিটনকে।

মঙ্গলবার বিকেলে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আশরাফুল রানা সোশ্যাল মিডিয়ায় তার অ্যাকাউন্টে লেখেন, ‘ইনজুরিতে পড়ে থাকা হচ্ছে না। ইনজুরির রিপোর্ট জাতীয় দলের ক্যাম্পে জানানো হয়েছে। কোচ, চিকিৎসক বিশ্রাম নিতে বলেছেন। ক্যাম্প ছেড়ে চলে যেতে হচ্ছে। আমার জন্য দোয়া করবেন।’

রানার বদলে ক্যাম্পে ডাক পেয়েছেন প্রিমিয়ার লিগের দল রহমতগঞ্জের রাসেল মাহমুদ লিটন। প্রায় পাঁচ বছর পর ক্যাম্পে ডাক পেয়েছেন এই গোলকিপার।

লিটন ২০১৩–১৪ মৌসুমে প্রিমিয়ার লিগের দল মুক্তিযোদ্ধা সংসদের হয়ে খেলার মাধ্যমে দেশের সর্বোচ্চ লিগে নিজের খেলোয়াড়ি জীবন শুরু করেন। এক মৌসুম পর শেখ রাসেলে যোগ দেন। এখানেও এক মৌসুম অতিবাহিত করে ঢাকা মোহামেডানে যোগ দেন। পরে মোহামেডান ছেড়ে চট্টগ্রাম আবাহনীতে যোগ দেন।

২০১৯–২০ মৌসুমে তিনি চট্টগ্রাম আবাহনী থেকে রহমতগঞ্জে যান। গত দুই মৌসুম এই ক্লাবেই খেলেছেন।

মুক্তিযোদ্ধায় খেলার সময়ই জাতীয় অনূর্ধ্ব-২৩ দলে ডাক পান লিটন। ওই বছর বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ক্রুইফের দলে অভিষেক হয় তার। জাতীয় দলে সবমিলিয়ে ছয় ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছে ২৬ বছর বয়সী এই গোলকিপারের।

এ বিভাগের আরো খবর