করোনা মহামারির মধ্যেও কোপা আমেরিকা আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আর্জেন্টিনা। এমন দাবি করেছেন দক্ষিণ আমেরিকান দেশটির রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেস। করোনায় দেশটিতে ৭০ হাজারেরও বেশী মানুষের মৃত্যু হলেও কোপা আমেরিকায় তার কোনো বিরূপ প্রভাব পড়বে না বলেই বিশ্বাস করেন তিনি।পুরো দক্ষিণ আমেরিকায় করোনা মহামারি ভয়াবহ রূপ ধারণ করেছে। কলম্বিয়ার সাথে যৌথভাবে আয়োজিত এবারের আসর ১৩ জুন থেকে মাঠে গড়াচ্ছে। এক বিবৃতিতে স্থানীয় টেলিভিশন চ্যানেলে ফার্নান্দেস বলেন, ‘পুরো পরিস্থিতি মাথায় রেখে আমরাইতিমধ্যেই সকলের সঙ্গে আলোচনা করে কোপা আমেরিকা চালিয়ে নেবার প্রস্তুতি সম্পন্ন করেছি। এবারের কোপা আমেরিকা হচ্ছে টেলিভিশন দর্শকদের জন্য। সরকারের সব ধরনের স্বাস্থ্যবিধি অনুসরণ করে ও নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতি রক্ষা করেই এই টুর্নামেন্ট আয়োজন করতে হচ্ছে। বাকিটা টুর্নামেন্ট শুরু হলে বোঝা যাবে। একই সঙ্গে কলম্বিয়ায় কী হয় সেটা দেখাটাও জরুরী।’মহামারি শুরু হবার পর এই মুহূর্তে আর্জেন্টিনা সবচেয়ে বাজে সময় অতিবাহিত করছে। চলতি সপ্তাহে আক্রান্তের সংখ্যা ৩৩ লক্ষ ছাড়িয়েছে। সব মিলিয়ে করোনায় মৃত্যু হয়েছে ৭০ হাজার ৫৫২ জনের।ফার্নান্দেস বলেন, ‘কনমেবলের সঙ্গে একমত হয়েই আমরা কোপা আমেরিকা অনুষ্ঠানে সম্মত হয়েছি। বিশেষ কিছু বিধিনিষেধের মধ্যেই আমরা এটা আয়োজন করব।’দক্ষিণ আমেরিকার ফুটবল অ্যাসোসিয়েশন-কনমেবল এরই মধ্যেই কোপা আমেরিকায় অংশগ্রহণকারী ফুটবলারদেরকে টিকাদান কার্যক্রম শুরু করেছে। এজন্য তারা চীনা কোম্পানি সিনোভাককে ৫০ হাজার ভ্যাকসিন উপহারের জন্য ধন্যবাদও জানিয়েছে।আর্জেন্টিনার ম্যাচগুলো করদোবা, সান্তিয়াগো দেল এসতেরো, মেনদোসা ও বুয়েনোস আইরেসে হবে। কলম্বিয়ার ম্যাচগুলো হবে বারানকিয়া, মেদেয়িন, কালি ও বোগোতাতে।১৩ জুন বুয়েনোস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও চিলি। কলম্বিয়ার বারানকিয়া মেট্রোপলিটান স্টেডিয়ামে ১০ জুলাই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
কোপা আয়োজন নিয়ে শঙ্কা নেই, জানাল আর্জেন্টিনা
করোনায় দেশটিতে ৭০ হাজারেরও বেশী মানুষের মৃত্যু হলেও কোপা আমেরিকায় তার কোনো বিরূপ প্রভাব পড়বে না বলেই বিশ্বাস করেন দেশটির রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেস।
-
ট্যাগ:
- আর্জেন্টিনা
এ বিভাগের আরো খবর/p>