ঘরের মাঠে সেলতা ভিগোর কাছে হেরে লিগের লড়াই থেকে এক ম্যাচ আগেই ছিটকে গেছে বার্সেলোনা। এই অবস্থায় ফুটবল বিশ্বে গুঞ্জন, প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হতে পারে রোনাল্ড কুমানকে। এই ডাচম্যানের জায়গায় আসতে পারেন বার্সা ও স্পেনের কিংবদন্তি চাভি এর্নান্দেস।
কাতালান গণমাধ্যম আরা স্পোর্টস দাবি করছে, এই সপ্তাহের মধ্যে চাভির সঙ্গে বৈঠকে বসতে চলেছে বার্সার ক্লাব ম্যানেজমেন্ট। ইতিমধ্যে স্পেনে পৌঁছে গেছেন কাতারের আল সাদের হয়ে আগামী দুই মৌসুমের জন্য চুক্তি করা চাভি।
কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, কাতারের ক্লাবের সঙ্গে চুক্তিতে ‘বার্সেলোনা ক্লজ’ বলে একটি শর্ত রাখা হয়েছে। যার মাধ্যমে যেকোনো সময় ক্যাম্প ন্যুতে দায়িত্ব নিতে পারবেন সাবেক বার্সা অধিনায়ক। দুইয়ে দুইয়ে মিলে গেলে যদি বৈঠক হয় তাহলে চাভি নিঃসন্দেহে কিছু বিষয় নিশ্চিত করতে চাইবেন। তার মধ্যে অন্যতম কিছু ফুটবলার দলে অন্তর্ভুক্ত করা ও লিওনেল মেসিকে দলে রাখা।
পুনরায় ক্লাবের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই মেসিকে রাখার চেষ্টাসহ দলের জন্য বড় প্রজেক্ট আনার চেষ্টা অব্যাহত রেখেছেন হুয়ান লাপোর্তা। ডিফেন্ডার এরিক গার্সিয়াকে দলে ভিড়িয়েছেন। সঙ্গে বরুশিয়া ডর্টমুন্ডের ফরোয়ার্ড আরলিং হালান্ডকে দলে নেয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।
নিঃসন্দেহে এবার কাতালারা ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে করোনার এই আর্থিক টানাপোড়েনের সময় দল গোছানোই যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে বার্সার তা নিয়ে বলার অপেক্ষা রাখে না।