বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইয়ো ইয়ো টেস্টের পর অনুশীলনে ফুটবলাররা

  •    
  • ১৭ মে, ২০২১ ১৮:০৭

প্রথম দিনেই ইয়ো ইয়ো টেস্টের মাধ্যমে ফুটবলারদের ফিটনেসের পরীক্ষা নিয়েছেন ফিটনেস ট্রেইনার আইভান রাজলোক।

ঈদের ছুটি শেষে মাঠের অনুশীলনে ফিরেছেন জাতীয় দলের ফুটবলাররা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম দিনের অনুশীলন করেছে পুরো স্কোয়াড। প্রথম দিনে ইয়ো ইয়ো টেস্টের মধ্য দিয়ে যেতে হয়েছে ফুটবলারদের।

খেলোয়াড়দের বিশ্বাস লিগে খেলার মধ্যে থাকায় ফিটনেসে কোনো ঘাটতি নেই।

সবমিলে ৩২ ফুটবলার অনুশীলনে উপস্থিত ছিলেন সোমবার। জাতীয় দলের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ বসুন্ধরা কিংসের হয়ে পুনর্বাসনে থাকছেন।

প্রথম দিনেই ইয়ো ইয়ো টেস্টের মাধ্যমে ফুটবলারদের ফিটনেসের পরীক্ষা নিয়েছেন ফিটনেস ট্রেইনার আইভান রাজলোক।

অনুশীলন শেষে ফুটবলারদের নিয়ে তুষ্টির কথা জানালেন জাতীয় দলের ফরোয়ার্ড সুফিল। বলেন, ‘সবাই ফিট আছে। ট্রেনিংগুলো হার্ড হচ্ছে ভালো লাগছে। ইয়ো ইয়ো টেস্ট দিয়েছি। আমরা সেটাই করার চেষ্টা করেছি।’

মিডফিল্ডার মানিক হোসেন মোল্লাও মনে করছেন ফিটনেসে ঘাটতি নেই ফুটবলারদের। বলেন, ‘যেহেতু লিগে খেলার মধ্যে ছিলাম। সবার গড়ে ভালো ফিটনেস আছে। আমাদের হাতে সময় আছে। আমরা যদি ভালো করে ট্রেনিং করতে পারি তাহলে ভালো কিছু করতে পারব।’

ফুটবলারদের ফিটনেস নিয়ে সন্তুষ্ট জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে। বলেন, ‘আজ যতটুকু সম্ভব সব খেলোয়াড়দের পরীক্ষা করে দেখেছি, তারা ফিট আছে। আশা করি সামনের ম্যাচগুলোতে তারা ভালোটাই দেখাবে।’

২১ মে পর্যন্ত দেশেই অনুশীলন অব্যাহত রাখবে জাতীয় দল। ২১ বা ২২ মে কাতারের উদ্দেশ্যে রওনা দেয়ার কথা বাংলাদেশ দলের।

এ বিভাগের আরো খবর