বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জামালদের ছাড় দিচ্ছে কাতার

  •    
  • ১৬ মে, ২০২১ ১৯:৩৭

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে কাতারে পৌঁছার পরেই করোনা পরীক্ষা করা হবে জাতীয় দলের ফুটবলারদের। সেই পরীক্ষায় নেগেটিভ আসলে পর দিন থেকেই অনুশীলনে নেমে পড়ার সুযোগ থাকছে জামাল ভূঁইয়াদের।

নিরপেক্ষ ভেন্যু হিসেবে স্বাস্থ্যবিধির প্রটোকল শিথিল করছে কাতার। বিশ্বকাপ ও এশিয়ান কাপের প্রিলিমিনারি রাউন্ডের বাছাইপর্ব খেলতে যাওয়া দলগুলোর কোয়ারেন্টিন পর্বের বাধ্যবাধকতা রাখছে না দেশটি। ফলে জটিলতা থাকছে না জামাল ভূঁইয়াদের।

কাতারে পৌঁছে করোনা পরীক্ষা করিয়ে পরের দিন থেকে অনুশীলনে নেমে পড়ার সুযোগ থাকছে জাতীয় ফুটবল দলের সামনে। তবে কাতারে পৌঁছার আগে করোনা পরীক্ষায় নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যেতে হবে বাংলাদেশ দলকে।

পৌঁছে ওই দিনই আরেকটি টেস্ট করাতে হবে। ফল নেগেটিভ আসলে পরের দিনই মাঠে অনুশীলনে নেমে যেতে পারবেন ফুটবলাররা।

বিষয়টি রোববার নিউজবাংলাকে নিশ্চিত করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

তিনি বলেন, ‘কোভিড প্রটোকল শিথিল করছে কাতার। তবে বাংলাদেশ দলকে পৌঁছার আগে টেস্ট করিয়ে যেতে হবে। পৌঁছে আবারও টেস্ট করাতে হবে। ফল পাওয়া না পর্যন্ত টিমকে হোটেলে থাকতে হবে। কোথাও যাওয়ার সুযোগ নেই। হোটেল ও মাঠ শুধু ব্যবহার করতে পারবেন ফুটবলাররা।’

কাতারের মাটিতে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ৩ জুন আফগানিস্তানের সঙ্গে। ৭ জুন ভারতের সঙ্গে ও টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে ১৫ জুন বাংলাদেশ লড়বে ওমানের বিপক্ষে।

বাছাইয়ের ম্যাচ খেলার আগে কাতার লিগের দুটি ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। সেজন্য কাতারের ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ করার কথা জানিয়েছে ফেডারেশন। দু-একদিনের মধ্যেই প্রতিপক্ষদের চূড়ান্ত করা হবে জানানো হয়।

এবার বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে গ্রুপ এ-তে সবমিলে পাঁচটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ভারতের সঙ্গে ড্র ছাড়া সব ম্যাচেই হেরেছে জেমির দল। গ্রুপ টেবিলের তলানিতে আছে বাংলাদেশ।

এ বিভাগের আরো খবর