গত শনিবার বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করে অনন্য এক রেকর্ডের কাছে চলে আসেন রবার্ট লেওয়ানডোভস্কি। ওই ম্যাচ শেষে বায়ার্ন মিউনিখ স্ট্রাইকারের গোলসংখ্যা চলতি মৌসুমে দাঁড়ায় ৩৯।বুনডেসলিগায় এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড কিংবদন্তি গার্ড মুলারের। ১৯৭১-৭২ মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে ৪০ গোল করেছিলেন ‘ডার বম্বার’।শনিবার ফ্রাইবুর্গের বিপক্ষে ম্যাচে মুলারকে ছুঁয়ে ফেলেন লেওয়ানডোভস্কি। প্রথমার্ধের ২৬ মিনিটে পেনাল্টি থেকে নিজের ৪০তম গোলটি করেন এই পোলিশ সুপারস্টার। গোল করার পরই সতীর্থরা মাঠেই তাকে অভিনন্দন জানান। গার্ড অফ অনার দেন।বায়ার্নের নাম্বার নাইন নিজেও বিশেষ কায়দায় উদযাপন করেন এই রেকর্ড। জার্সির নিচে মুলারের ছবি সম্বলিত একটি টি-শার্ট পরেছিলেন লেওয়া। গোল করে জার্সি তুলে টি-শার্ট দেখান তিনি।
বায়ার্নের উচ্ছ্বাস খুব বেশিক্ষণ অবশ্য টেকেনি। তিন মিনিট পরই মানুয়েল গুল্ডের গোলে সমতা ফেরায় স্বাগতিক ফ্রাইবুর্গ। প্রথমার্ধ শেষে দুই দলের মধ্যে ১-১ গোলের সমতা ছিল।
দ্বিতীয়ার্ধের শুরুতে লেরয় সানের গোলে আবারও লিড নেয় বায়ার্ন। তবে ম্যাচ শেষ হওয়ার মিনিট দশেক আগে ক্রিস্টিয়ান গুন্টার এর গোলে চ্যাম্পিয়নদের এক পয়েন্ট রেখে দেয় ফ্রাইবুর্গ। ২-২ গোলে ড্র হয় ম্যাচ।
মুলারকে ছাড়য়ে যাওয়ার জন্য বায়ার্নের হয়ে আরেকটি ম্যাচ পাবেন পোল্যান্ডের অধিনায়ক। ২২ মে অগসবুর্গের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচে নিজ মাঠ আলিয়াঞ্জ আরেনায় নামবে বায়ার্ন মিউনিখ।
শিরোপা নিশ্চিত করে ফেলা বাভারিয়ানরা চাইবে লেওয়ানডোভস্কি শেষ ম্যাচে নতুন ইতিহাস গড়ে আনন্দের আরেকটি উপলক্ষ তাদেরকে এনে দেবেন।