মৌসুমের শুরুতেই একবার তুমুল কাণ্ড বাঁধিয়েছিলেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। বার্সেলোনাকে জানান, ক্লাব ছাড়তে চান তিনি। তাকে দলে ভেড়াতে অপেক্ষায় ছিল ম্যানচেস্টার সিটি ও পিএসজি।
শেষ পর্যন্ত বার্সা ছাড়তে পারেননি মেসি। স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, আরও দুই বছরের জন্যই বার্সেলোনায় থেকে যাবেন এই আর্জেন্টাইন।
এবারে মেসিকে ভিন্ন এক পরামর্শ দিচ্ছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন মারিও কেম্পেস। তার মতে, বার্সেলোনায় থেকে মেসির চ্যাম্পিয়নস লিগ জেতার সম্ভাবনা ক্ষীণ। সেটি মেসি নিজেও জানেন।
জার্মান ক্রীড়া ম্যাগাজিন স্পোর্ট বিল্ডকে কেম্পেস বলেন, ‘সে বার্সেলোনায় খুবই সুখে আছে। কিন্তু সে নিজেও এটি বোঝে যে বার্সাকে নিয়ে তার চ্যাম্পিয়নস লিগ জেতার সম্ভাবনা ক্ষীণ। তারা নতুন একটি দল তৈরি করতে হিমশিম খাচ্ছে।’
সাফল্য ধরে রাখতে মেসিকে পুরনো কোচ পেপ গার্দিওলা বা বন্ধু নেইমারের কাছে ফেরার পরামর্শ দিয়েছেন কেম্পেস।
‘তাকে যেতে হবে পেপ গার্দিওলার কাছে ম্যান সিটিতে। অথবা পিএসজি কিংবা বায়ার্নে। এই ক্লাবগুলোর কাছে বড় সাফল্যের জন্য প্রয়োজনীয় টাকা কিংবা খেলোয়াড় রয়েছে।’
এই মৌসুমে কোপা দেল রে ছাড়া আর কিছুই জিততে পারেনি বার্সা। লা লিগায় গাণিতিকভাবে সুযোগ থাকলেও, বাস্তবিকে নেই বললেই চলে।পুরো মৌসুমে তরুণ খেলোয়াড়রা উঠে এলেও, নিজেদের দল হিসেবে গড়ে তুলতে পারেনি রোনাল্ড কুমানের দল। মেসি এখনও নতুন চুক্তি সই করেননি ক্লাবের সঙ্গে। জুনে তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।
স্প্যানিশ সংবাদ মাধ্যমে জোর গুঞ্জন, মেসিকে বিশাল অঙ্কের বেতন দিতে রাখার চেয়ে নতুন তারকা আর্লিং হালান্ডকে দলে ভেড়াতে চায় বার্সেলোনার শীর্ষ কর্মকর্তারা। তবে ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা মেসিকে কাম্প ন্যুয়ে রাখার পক্ষে।