বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চোটের কারণে ইউরোতে নেই ইব্রাহিমোভিচ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৫ মে, ২০২১ ১৯:৪৯

১০ মে সেরি আয় ইউভেন্তাসের বিপক্ষে খেলতে নেমে হাঁটুতে চোট পান এসি মিলানের হয়ে খেলা এই স্ট্রাইকার। প্রথমে মিলানের মেডিক্যাল টিম ভেবেছিল এটি হালকা চোট। দুই সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যাবেন তিনি। স্ক্যানের পর দেখা যায় তার সুস্থ হতে ছয় থেকে আট সপ্তাহ লাগবে।

পাঁচ বছর পর সুইডেনের জাতীয় দলে ফেরা স্লাতান ইব্রাহিমোভিচ শনিবার পেলেন দুঃসংবাদ। ৩৯ বছর বয়সী এই স্ট্রাইকার হাঁটুর চোটের কারণে খেলতে পারছেন না এবারের ইউরো চ্যাম্পিয়নশিপ। শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন সুইডিশ ফুটবল অ্যাসোসিয়েশন।২০২১ সালে মার্চে সুইডিশ জাতীয় দলে ফেরেন অভিজ্ঞ এই স্ট্রাইকার। স্বপ্ন ছিল ইউরো খেলার। তবে টুর্নামেন্টের এক মাস আগে পেলেন এই দুঃসংবাদ।সুইডেনের জাতীয় দলের কোচ ইয়ান অ্যান্ডারসন এক বিবৃতে শনিবার বলেন, ‘আমি স্লাতানের সঙ্গে কথা বলেছি। দুর্ভাগ্যজনকভাবে সে জানিয়েছে যে তার চোটের কারণে সে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে পারবে না। খুবই দুঃখজনক ঘটনা এটি। শুধু স্লাতানের জন্যই নয়, আমাদের দলের জন্যও।’১০ মে সেরি আয় ইউভেন্তাসের বিপক্ষে খেলতে নেমে হাঁটুতে চোট পান এসি মিলানের হয়ে খেলা এই স্ট্রাইকার। প্রথমে মিলানের মেডিক্যাল টিম ভেবেছিল এটি হালকা চোট। দুই সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যাবেন তিনি। স্ক্যানের পর দেখা যায় তার সুস্থ হতে ছয় থেকে আট সপ্তাহ লাগবে।২০১৬ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন সুইডিশ স্ট্রাইকার স্লাতান ইব্রাহিমোভিচ। এরপর ২০১৮ বিশ্বকাপের আগে জানান, বিশ্বকাপে খেলতে আগ্রহী তিনি। কিন্তু তাকে ডাকা হয়নি সেবার।সেই ডাক অবসরের পাঁচ বছর পর স্লাতান। এই মৌসুমে এসি মিলানের হয়ে দারুণ ফর্মে আছেন এই সুইড। বিশ্বকাপ বাছাইপর্বে জর্জিয়া ও এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ডাক পান তিনি।

সুইডেন জাতীয় দলের জার্সি গায়ে ১১৪ ম্যাচে ৬২ গোল করেছেন স্লাতান।করোনা মহামারীর কারনে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এক বছর পিছিয়ে ১১ জুন থেকে রোমে শুরু হচ্ছে। এবারই প্রথমবারের মত ইউরোপের ১২টি ভিন্ন ভেন্যুতে ইউরো আয়োজিত হতে যাচ্ছে।

এ বিভাগের আরো খবর