বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রোনালডোকে নিয়ে হতাশ ইউভেন্তাস

  •    
  • ১৫ মে, ২০২১ ১৬:০২

রোনালডো অনুশীলন ছেড়ে একই দিনে ফেরারির ফরমুলা ওয়ানের একটি ইভেন্টে যান। ওইদিনের ট্রেনিংয়ে মাঠে উপস্থিত ছিলের ইউভেন্তাসের নির্বাহী প্রধান জন এলকান ও সভাপতি আন্দ্রে আগনেলি।

গত এক দশকে এবার সবচেয়ে বাজে সময় পার করছে ইতালির জায়ান্ট ইউভেন্তাস। লিগ শিরোপা হাতছাড়া করেছে নয় বছর পর। শঙ্কায় আছে পরের মৌসুমে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলা নিয়েও। এর মধ্যে ক্রিস্টিয়ানো রোনালডোর কাজে হতাশ পুরো দল।

গত সোমবার দলের অনুশীলন মিস করে একই দিনে ফেরারির একটি প্রমোশনাল ইভেন্টে অংশ নেন এই পর্তুগিজ সুপারস্টার। যদিও ক্লাবের অনুমতি নিয়েছিলেন তিনি।

ইতালির সংবাদ মাধ্যম গেজেত্তা ডেল্লো স্পোর্ত শুক্রবার এক প্রতিবেদনে উল্লেখ করে, এই ফুটবলারের সঙ্গে ইউভেন্তাসের সতীর্থ খেলোয়াড়দের সম্পর্ক বর্তমানে খারাপ ও দিনে দিনে সমস্যাটা আরও বড় হচ্ছে।

এর মধ্যে রোনালডো অনুশীলন ছেড়ে একই দিনে ফেরারির ফরমুলা ওয়ানের একটি ইভেন্টে যান। ওইদিনের ট্রেনিংয়ে মাঠে উপস্থিত ছিলের ইউভেন্তাসের নির্বাহী প্রধান জন এলকান ও সভাপতি আন্দ্রে আগনেলি। ফেরারি ইভেন্টের এক ভিডিওতে তাকে হাসতে দেখা যায়। তার কয়দিন আগে এসি মিলানের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ আরও সংকুচিত হয়ে যায় ইউভেন্তাসের জন্য। এই ঘটনা তাদের দলের সতীর্থদের মনে বাজে প্রভাব ফেলেছে।

এই সংকটকালীন অবস্থার মধ্যে আর্থিক টানাপোড়েনেও আছে ইউভেন্তাস। আবার সুপার লিগ প্রজেক্টে নিজেদের নাম থাকায় জরিমানাও গুনতে চলেছে দল। এর মধ্যে রোনালদোকে ৩১ মিলিয়ন ইউরো বেতন দিয়ে রাখাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ক্লাব ম্যানেজমেন্টের।

মৌসুম শেষে ইতালি ছেড়ে পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবনে ফিরছেন বলে গুঞ্জন ছড়িয়েছে বিশ্ব ফুটবল মহলে। এমন খবর উড়িয়ে দিয়েছেন রোনালডোর এজেন্ট হোর্হে মেন্ডেস। জানান, পর্তুগালে ফেরার কোনো পরিকল্পনা নেই রোনালডোর।

এ বিভাগের আরো খবর