আমেরিকার ফ্লোরিডায় চলছে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা। হঠাতই সবাইকে চমকে দিলেন এক প্রতিযোগী। ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে স্বরণ করে আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি পড়ে র্যাম্পে হাঁটেন করেন মিস আর্জেন্টিনা আলিনা লুস আকসেলরাদ।
ম্যারাডোনাকে উৎসর্গ করে তার ছবি ওই বিশেষ স্যুট নিয়ে মঞ্চে হাজির হোন আলিনা।
পরে এই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ২২ বছর বয়সী এই মডেল। সেখানে তিনি ব্যাখ্যা করেছেন কেন এই স্যুটে মঞ্চে এসেছেন। তিনি জানান, ম্যারাডোনা মানুষের মধ্যে আনন্দ ছড়িয়ে গেছেন। তাই তার স্মরণে এই স্যুট বানিয়েছেন তিনি।
অ্যালিনা বলেন, ‘আমি তার (ম্যারাডোনা) খেলা দেখার সুযোগ পাইনি। কিন্তু পরিবারকে নিয়ে একত্রে তার খেলা, গোলগুলো দেখেছি। এমন সময়ে তাকে দেখেছি যখন তার ব্যক্তি জীবন নিয়ে মিডিয়ায় খুব একটা ভালো খবর প্রচার হয়নি। কিন্তু আমি এটাও জানি, ম্যারাডোনা মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে গেছে।
‘আমি সবাইকে আমন্ত্রণ জানাই ম্যারাডোনা যেভাবে মানুষের মধ্যে আবেগ, আনন্দ ও গৌরব ছড়িয়ে দিয়েছে সেভাবে নিজের জীবন যাপন করুন। এই স্যুটের মাধ্যমে চলুন তার খেলার জীবনকে উদযাপন করি, তার ব্যক্তিজীবন নয়।’
কিছু মহলের সমালোচনা হওয়া সত্ত্বেও আলিনার এই স্যুট বিশ্বমহলে প্রশংসীত হয়েছে। বিশেষ করে ফুটবল বিশ্বে।
গত বছরের ২৫ নভেম্বর মারা যান আর্জেন্টিনার সাবেক অধিনায়ক ম্যারাডোনা। মস্তিষ্কের সফল অস্ত্রোপচার শেষে বুয়েনোস আইরেসের একটি হাসপাতাল থেকে মুক্তি পাওয়ার দুই সপ্তাহ পর হার্ট অ্যাটাকে মৃত্যু হয় ৬০ বছর বয়সী ফুটবল ঈশ্বরের।