বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্রাজিল দলে ফিরলেন ফ্রেড ও আলভেস

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৫ মে, ২০২১ ১৩:৩৭

লিওনার্দো তিতের দলে ফ্রেড ফিরেছেন প্রায় আড়াই বছর পর। ওলে গানার শোলস্কায়ারের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এই মৌসুমে দারুণ খেলেছেন ফ্রেড। তারই পুরষ্কার হিসেবে সেলেকাওদের দলের ডাক পেয়েছেন।

জুনের বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দলে ফিরেছেন ফরোয়ার্ড ফ্রেড ও ডিফেন্ডার দানি আলভেস।লিওনার্দো তিতের দলে ফ্রেড ফিরেছেন প্রায় আড়াই বছর পর। ওলে গানার শোলস্কায়ারের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এই মৌসুমে দারুণ খেলেছেন ফ্রেড। তারই পুরষ্কার হিসেবে সেলেকাওদের দলের ডাক পেয়েছেন।জুনের ৪ তারিখ ইকুয়েডর ও ৮ তারিখ প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। এই দুই ম্যাচের জন্য অভিজ্ঞ দানি আলভেসকে দলে অন্তর্ভুক্ত করেছেন তিতে। সাবেক বার্সেলোনার তারকা আলভেস এখন খেলছেন ব্রাজিলের সাও পাওলোতে।আরেক অভিজ্ঞ ডিফেন্ডার ও ব্রাজিলের সাবেক অধিনায়ক থিয়াগো সিলভাও আছেন তিতের স্কোয়াডে। চেলসিতে নিজেকে নতুন করে ফিরে পেয়েছেন ৩৬ বছর বয়সী সিলভা। ইএসপিএনকে স্কোয়াড নিয়ে দেয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলের কোচ তিতে বলেন সিলভার পারফর্মেন্সে অবাক হননি তিনি।‘ফিরে পাওয়া শব্দটা আমি খুব একটা পছন্দ করি না। সবাই পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেয়ার চেষ্টা করে। থিয়াগোর পেশাদারি দক্ষতা অসাধারণ। সে একজন সত্যিকারের অ্যাথলিট। তার শারীরিক অবস্থা দেখলে বোঝা যায় সে কতটা যত্নবান। ডিফেন্ডার হিসেবে তার টেকনিক্যাল সামর্থ্য, মাঠে তার উপলব্ধি ও পদক্ষেপ তাকে সর্বোচ্চ পর্যায়ে খেলতে সাহায্য করে।’ফ্লামেঙ্গোর গাব্রিয়েল গাবিগোল বারবোসা ফিরেছেন ফ্রন্টলাইনে। তবে, প্রত্যাশিতভাবেই দলের আক্রমণভাগের নেতৃত্বে আছেন নেইমার। নেইমারকে অনেকটা প্লে-মেকারের ভূমিকায় দেখা যেতে পারে এমনটা ইঙ্গিত দিয়েছেন তিতে।‘নেইমারের আরও স্বাধীনতা থাকবে। তীর ও ধনুকের মতো সে দলের আক্রমণ রচনা করবে ও তার পরিণতি টানবে। দলের কাঠামোর মধ্যে থেকেই আমরা তার প্রতিভার সর্বোচ্চটা ব্যবহার করতে চাই। সে ব্রাজিলের হয়ে এতদিন যেভাবে খেলে এসেছে, যেভাবে পিএসজির হয়ে খেলে সেভাবেই সে খেলবে।’বাছাইপর্বে নিজেদের প্রথম চারটি ম্যাচই জিতেছে ব্রাজিল। ১২ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে দলগুলোর শীর্ষে আছে তারা।

এ বিভাগের আরো খবর