ইংলিশ প্রিমিয়ার লিগে নিউকাসেলের বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তন করে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। এই ম্যাচে দারুণ একটা হ্যাটট্রিক আসে ফেরান তোরেসের কাছ থেকে। এই হ্যাটট্রিকে আর্জেন্টাইন সুপারস্টার মেসিকে ছাড়িয়ে গেলেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।
পেপ গার্দিওলার অধীনে হ্যাটট্রিক করা সবচেয়ে কম বয়সের ফুটবলার হয়ে গেছেন তোরেস। এতদিন রেকর্ডটা ছিল মেসির। ১১ বছর আগে পেপের অধীনে মাত্র ২২ বছর বয়সে প্রথম হ্যাটট্রিক করেন এই আর্জেন্টাইন।
বার্সেলোনার জার্সিতে মেসির প্রথম হ্যাটট্রিক আসে ২০১০ সালে তেনেরিফের বিপক্ষে। ওই ম্যাচে ৫-০ ব্যবধানে জেতে গার্দিওলার দল। নির্দিষ্ট করে বললে ২২ বছর ২০০ দিনের মাথায় হ্যাটট্রিক পূরণ করেন মেসি।
১১ বছর পরে মেসির থেকে ১২৫ দিন কম সময় নিয়ে সিটির জার্সিতে হ্যাটট্রিক করেন তোরেস।
তার হ্যাটট্রিক ও জয়সূচক গোলেই ৪-৩ ব্যবধানে নিউক্যাসেল থেকে জয়ের স্বস্তি নিয়ে মাঠে ছেড়েছে সিটিজেনরা।
এই মৌসুমে সিটির জার্সিতে সবমিলে ১২ গোল করেন তোরেস। এর আগে ইউয়েফা নেশনস লিগে জার্মানির বিপক্ষে স্পেনের ৬-০ গোলের জয়েও হ্যাটট্রিক করেন ফেরেন তোরেস।