বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘ছাগলের বারবিকিউ’ দিয়ে মোহামেডান বিদেশিদের ঈদ

  •    
  • ১৪ মে, ২০২১ ২০:৫৩

ফুটবল যে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সাম্য-শ্রদ্ধার কথা বলে সেটাই যেন প্রমাণ করলেন ফুটবলাররা। মুসলমানদের এই ধর্মীয় দিবসকে সম্মান রেখে ক্লাবের ক্যাম্পেই এই বিশেষ আয়োজন করেছেন নাগাতা-নুরাদরা।

ঈদুল ফিতরসহ এএফসি কাপ ও জাতীয় দলের শিডিউলের জন্য প্রায় ৪০ দিনের লম্বা বিরতিতে গিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ঈদের ছুটিতে আছেন দেশের বিভিন্ন ক্লাবের স্থানীয় ফুটবলাররা। দেশ ছাড়ার সুযোগ নেই বিদেশি ফুটবলারদের। ক্লাবের আবাসিক ক্যাম্পেই অবস্থান করছেন তারা।

এরই মধ্যে ঈদের ছুটিকে অন্যভাবে রাঙালেন মোহামেডান ক্লাবের বিদেশি পাঁচ ফুটবলার। ‘ছাগলের বারবিকিউ’ করে পবিত্র দিনটির প্রতি সম্মান দেখিয়ে দিনটিকে উদযাপন করেছেন সাদা-কালো বাহিনীর ফুটবলাররা।

ফুটবল যে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সাম্য-শ্রদ্ধার কথা বলে সেটারই যেন উৎকৃষ্ট উদাহরণ এই ফুটবলাররা। মুসলমানদের এই ধর্মীয় দিবসকে সম্মান রেখে ক্লাবের ক্যাম্পেই এই বিশেষ আয়োজন করেছেন নাগাতা-নুরাদরা। এই আয়োজন করেছেন মোহামেডানের পাঁচ বিদেশি ফুটবলার। মালির ফরোয়ার্ড সোলেমন দিয়াবাতে, ক্যামেরুনের ফরোয়ার্ড ইয়াসান ওয়াচিং, অধিনায়ক জাপানিজ ফুটবলার উরিউ নাগাতা, নাইজেরিয়ান আবিওলা নুরাদ ও বরুকিনা ফাসোর মুনজির কুলিদিয়াতি।

প্রথমবারের মতো ছাগলের বারবিকিউ পার্টি করে ঈদ উদযাপনের স্মৃতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দলের অধিনায়ক উরিউ নাগাতা।

তিনি লেখেন, ‘বাংলাদেশে এক মাস রোজা রাখার পরে আজ ঈদ উদযাপন ছিল। রোজার পরে এই ঈদ সারা বিশ্বের মুসলমানদের জন্য একটি বিশেষ দিন। একটি বেদনাদায়ক উপবাসের পরে আনন্দ এবং কৃতজ্ঞতায় পূর্ণ একটি দিন।’

দিনটিকে সম্মান জানিয়ে এই আয়োজন করা হয়েছে বলে উল্লেখ করে তিনি লেখেন, ‘ আমি ক্লাবে বিদেশি খেলোয়াড়দের সঙ্গে উদযাপন করেছি। জীবনে প্রথমবারের মতো ছাগলের বারবিকিউ খেয়েছি!’

এবার লিগে বেশ ফুরফুরে মেজাজেই আছে মোহামেডান। দুর্দান্ত ফর্মে শন লিনের শিষ্যরা। দ্বিতীয় পর্বে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের পাঁচে অবস্থান করছে তারা।

বিরতির পর আরেকটি বড় চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে মোহামেডান। দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী ‘ঢাকা ডার্বি’ আছে সামনে। আবাহনীর সঙ্গে ২২ জুন ম্যাচ দিয়ে মাঠে ফিরবে দলটি।

এ বিভাগের আরো খবর