লা লিগায় আতলেতিকো মাদ্রিদ রিয়াল সোসিয়েদাদকে হারানোয় শিরোপা স্বপ্ন টিকিয়ে রাখতে গ্রানাদাকে হারানোই লাগত রিয়াল মাদ্রিদের। বৃহস্পতিবার সেটিই করল তারা, গ্রানাডাকে লস ব্লাংকোসরা উড়িয়ে দেয় ৪-১ গোলে।
এই জয়ে আতলেতিকো থেকে মাত্র ২ পয়েন্ট দূরে আছে রিয়াল। শেষ দুই ম্যাচের একটিতে আতলেতিকো পয়েন্ট হারালে ও রিয়াল তাদের বাকি দুই ম্যাচ জিতলেই তারা ধরে রাখবে তাদের লিগ শিরোপা।
রিয়ালের হয়ে একটি করে গোল করেন লুকা মড্রিচ, রদ্রিগো গোয়েস, আলভারো অদ্রিওসোলা ও করিম বেনজেমা। গ্রানাদার হয়ে একমাত্র গোলটি করেন হোর্হে মলিনা।
মাত্র ১৭ মিনিটেই মিগেল গুতিয়েরেজের পাস থেকে গোল করে রিয়ালকে এগিয়ে নেন মড্রিচ। বিরতির আগে আগে মারভিন পার্কের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো।
৭১ মিনিটে মলিনার গোলে গ্রানাডা ম্যাচে ফিরলেও চার মিনিট পরেই আবারও দুই গোলের ব্যবধান পুনরুদ্ধার করেন অদ্রিওসোলা। পরের মিনিট বেনজেমার গোলে নিশ্চিত হয়, তিন পয়েন্ট পাচ্ছে রিয়াল।
এই জয়ে বার্সেলোনাকে টপকে লা লিগা পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে গেছে রিয়াল। কাতালান ক্লাবটির চেয়ে তারা এগিয়ে আছে দুই পয়েন্টে।