সাইফকে ফেডারেশন কাপে ফাইনালে তোলা বেলজিয়ান কোচ পল পুটকে বিদায় দেয়ার মাধ্যমে গত চার মৌসুমে আট কোচ বদল করেছে সাইফ। তার বিদায়ের পর প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের জন্য দলের প্রধান কোচের দায়িত্ব দেয়া হয় স্টুয়ার্ট হলকে। এই ইংলিশ কোচের অধীনে লিগে চার ম্যাচে আশানুরূপ ফল করতে পারেনি সাইফ।
প্রথম তিন ম্যাচে আট পয়েন্ট খুঁইয়ে চাকরি হারানোর শঙ্কায় ছিলেন স্টুয়ার্ট। শেষ ম্যাচটাই যেন চাকরি খোয়ানোর হাত থেকে বাঁচিয়ে দিয়েছে তাকে।
দ্বিতীয় পর্বের চতুর্থ ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৪-১ গোলে হারায় সাইফ।
এতেই যেন কিছুটা স্বস্তি পান এই কোচ।
লিগের প্রথম পর্বে শেষ তিন ম্যাচে টানা জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল সাইফ। দ্বিতীয় পর্বে স্টুয়ার্ট হলের চ্যালেঞ্জ ছিল জয় অব্যহত রাখা।
প্রথম চ্যালেঞ্জেই হোঁচট খেতে হয় তাকে। রহমতগঞ্জের সঙ্গে ড্র করে পয়েন্ট খুঁইয়ে শুরু। এরপর মোহামেডানের সঙ্গে হারের পর তৃতীয় ম্যাচে চট্টগ্রাম আবাহনীর কাছে পাঁচ গোলে ধরাশায়ী দল। শুরুর টানা তিন ম্যাচে আট পয়েন্ট হারানোয় তৃতীয় পর্বে যাওয়ার আগে শেষ ম্যাচ তাই স্টুয়ার্টের চাকরি বাঁচানোর ম্যাচে পরিণত হয়।
জামাল-ওকোলি-ইয়াসিনরা হতাশ করেননি তাকে। মুক্তিযোদ্ধাকে হারিয়ে কোচকে চাকরিতে বহাল থাকার সুযোগ করে দেয় তার শীষ্যরা।
সাইফের কোচ বদলের সংস্কৃতিতে চাকরি টিকে রাখা সহজ হবে না স্টুয়ার্টের। বিরতির পর প্রথম ম্যাচে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে সাইফের সামনে। পয়েন্ট টেবিলের তিনে থাকা হেভিওয়েট শেখ জামালের মুখোমুখি হবে স্টুয়ার্ট বাহিনী।
এর আগেও ২০১৮ সালে মাত্র দুই ম্যাচের জন্য কোচের দায়িত্বে ছিলেন স্টুয়ার্ট হল। এরপরে বিদায় নেন তিনি। দুটিতেই জয় পান। এরপরে নর্দার্ন আয়ারল্যান্ডের জোনাথন ম্যাকিনস্ট্রিকে দায়িত্ব দেয় সাইফ।