বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘চ্যাম্পিয়ন’ দাবি কিংসের, পুনর্বিবেচনা চায় আবাহনী

  •    
  • ১২ মে, ২০২১ ২০:৩৫

৯ মে দক্ষিণ এশিয়া অঞ্চলের গ্রুপ ডি-এর ম্যাচগুলো স্থগিত করার ঘোষণা দেয় এএফসি। তারও আগে ম্যাচ আয়োজনে ব্যর্থ হওয়ায় আবাহনীর সঙ্গে ঈগলস এফসির প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচটি বাতিল করে এএফসি। এর পরে মালদ্বীপ গ্রুপ পর্বের ম্যাচ আয়োজনে অনাগ্রহ দেখালে স্থগিত করা হয় ম্যাচগুলো।

নিজেদের ডি গ্রুপ চ্যাম্পিয়ন দাবি করে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বসুন্ধরা কিংস। বাতিল হওয়া নিজেদের প্রিলিমিনারি ম্যাচটি পুনর্বিবেচনার দাবি জানিয়ে চিঠি দিয়েছে ঢাকা আবাহনী।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ নিউজবাংলাকে বলেন, ‘আবাহনী বেশ কিছু যুক্তি তুলে ধরে এএফসি কাপ খেলার আবেদন করেছে। বাফুফের মাধ্যমে করা সেই আবেদন এএফসিকে পাঠানো হয়েছে মঙ্গলবার। কিংসও একটি চিঠি পাঠিয়েছে এএফসিকে।’

গত ৯ মে দক্ষিণ এশিয়া অঞ্চলের গ্রুপ ডি-এর ম্যাচগুলো স্থগিত করার ঘোষণা দেয় এএফসি। তারও আগে ম্যাচ আয়োজনে ব্যর্থ হওয়ায় আবাহনীর সঙ্গে ঈগলস এফসির প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচটি বাতিল করে এএফসি। এর পরে মালদ্বীপ গ্রুপ পর্বের ম্যাচ আয়োজনে অনাগ্রহ দেখালে স্থগিত করা হয় ম্যাচগুলো।

এরই সূত্র ধরে নিজেদের গ্রুপ চ্যাম্পিয়ন দাবি করে ক্ষতিপূরণ চেয়ে এএফসিকে চিঠি পাঠায় বসুন্ধরা কিংস।

ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর আবু জোবায়ের নিপু নিউজবাংলাকে ব্যাখ্যা করেন বিষয়টি।‘টুর্নামেন্টের নিয়মানুযায়ী আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হই। মালদ্বীপ আয়োজন করতে ব্যর্থ হয়েছে। বেঙ্গালুরু এফসি স্বাস্থ্যবিধি মেনে চলতে পারেনি। মোহানগবাগানেরও আইন লঙ্ঘন করেছে। সবমিলে চ্যাম্পিয়ন হই আমরা। সেই হিসেবে চিঠি পাঠানো হয়েছে।’

আবাহনীর ঘটনাকে টেনে চিঠিটা বাংলাদেশ থেকে একটা প্রতিবাদ উল্লেখ করে নিপু বলেন, ‘এটা অবশ্যই প্রতিবাদ। আবাহনীকে বাদ দেয়ার কোনো মানে হয় না। দেশের পরিস্থিতি বিবেচনায় এএফসির কাজটা বিবেচনা করা উচিৎ ছিল। এর আগেও আমরা প্রথম ম্যাচে জেতার পরেও টুর্নামেন্টই বাতিল হয়ে যায়। আমরা পুরো প্রস্তুতি নিয়েছিলাম। এবারও তাই ঘটছে। এএফসির কাছে ক্ষতিপূরণও চাওয়া হয়েছে।’

আবাহনীর দাবি, যেহেতু মালদ্বীপ আয়োজনে ব্যর্থ হওয়ায় টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে সেহেতু আবাহনীকে আবার নতুন শিডিউলে বিবেচনা করা হোক।

সপ্তাহখানেকের মধ্যে চিঠির জবাব দেবে এএফসি। তারপরেই জানা যাবে দেশের দুই ক্লাবের ভাগ্য।

এ বিভাগের আরো খবর